মধ্যরাতে বিধ্বংসী আগুন নিমতলা ঘাট সংলগ্ন এক কাঠগোলায়

অনেকটা জায়গা জুড়ে ছিল এই কাঠের গোলা।

Must read

শুক্রবার মধ্যরাতে নিমতলা ঘাট (Nimtala Ghat) সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডের একটি কাঠের গোলায় হঠাৎ করেই আগুন লাগে। রাত দেড়টা নাগাদ কাঠের গোলা থেকে আগুনের ফুলকি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই দমকলে খবর দেন। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যদিও তাতেও আজ, শনিবার সকালে চলছে আগুন নেভানোর কাজ। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল আশেপাশের কয়েকটি বাড়িতেও।

আরও পড়ুন-যোগীরাজ্যে হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১০ সদ্যোজাত

অনেকটা জায়গা জুড়ে ছিল এই কাঠের গোলা। এর উপরে শ্রমিকরা বসবাস করেন। গোডাউনের ভিতর থেকে রাতে বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় দমকল এবং ডিএমজি কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। রাতেই সেখানে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল সঠিক সময়ে নিয়ন্ত্রণ করায় আগুন খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। তবে ভিতরে প্রচুর পরিমাণ কাঠ মজুত থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কতক্ষন লাগবে সেই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন-স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ৪ কিশোর

কিন্তু ওই এলাকায় ওই সময় কীভাবে আগুন লেগেছে, সেটা এখনও স্পষ্ট নয়। কাঠের গোডাউনের মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না হয় বলে সেখান থেকেই কিছু হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বারবার সতর্ক করা সত্ত্বেও কর্তৃপক্ষের কোন হেলদোল ছিল না, অভিযোগ করেন সুজিত বসু। স্বাভাবিকভাবেই আগুন নেভাতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে দমকলকর্মীদের।

Latest article