প্রতিবেদন: মোদিরাজ্য যে ক্রমশই মাদক-(Drug) পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে তার প্রমাণ মিলল আরও একবার। গুজরাতের আরব সাগর উপকূল থেকে শুক্রবার ভোরে আটক করা হল একটি মাদক-বোঝাই জলযান। পোরবন্দর উপকূলে উদ্ধার করা হল ৫০০ কেজিরও বেশি মাদকদ্রব্য। মূল্য অন্তত ৩৫০ কোটি টাকা। পুলিশের দাবি অন্তত তাই। আটক জলযানটি ইরানের বলে জানা গিয়েছে। আটক করা হয়েছে জলযানের ৮ কর্মীকে। সকলেই ইরানের নাগরিক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-পাহাড় প্রমাণ কেলেঙ্কারি, উচ্চ আদালতের মন্তব্যে চাপে বিজেপি
পরপর এইরকম একইধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মাদকপাচারকারীরা বারবার গুজরাত উপকূলকেই বেছে নিচ্ছে কেন? ড্রাগ মাফিয়াদের শায়েস্তা করতে কি তাহলে ব্যর্থ মোদিরাজ্যের ডবল-ইঞ্জিন সরকার? নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে কোনও প্রভাবশালী রাজনৈতিক মহল? লক্ষণীয়, গত ১৩ অক্টোবর মোদিরাজ্যেরই অঙ্কেলেশ্বর থেকে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছিল প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার মাদক। শুক্রবার গুজরাতের জঙ্গিদমন শাখা এবং নারকোটিক কন্ট্রোল ব্যুরোর সঙ্গে মিলিত অভিযানে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে কচ্ছের পোরবন্দরের দিকে এগিয়ে আসছিল ইরানের জলযানটি। কিন্তু তার আগেই সেটিকে ধরে ফেলে যৌথবাহিনী।