বোল্লা রক্ষাকালীর আদলে রুপোর মুখ

বোল্লা রক্ষাকালীর মুখের আদলে তৈরি হচ্ছে সাড়ে তিন কেজি ওজনের রুপোর মুখ। উল্লেখ আগামী ২২ নভেম্বর বোল্লা রক্ষাকালী পুজো।

Must read

সংবাদদাতা, বালুরঘাট: বোল্লা রক্ষাকালীর মুখের আদলে তৈরি হচ্ছে সাড়ে তিন কেজি ওজনের রুপোর মুখ। উল্লেখ আগামী ২২ নভেম্বর বোল্লা রক্ষাকালী পুজো। প্রতিবছর ৩ দিন পূজোর পর মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জনের রীতি রয়েছে বোল্লা রক্ষাকালী মাতার প্রতিমার। ফলে বছরের অন্যান্য দিন বোল্লা মন্দিরে পূজো দিতে আসা ভক্তরা বোল্লা রক্ষা কালী মাতার মুখ দেখতে পান না। রুপার মুখ তৈরী হলে সারা বছরই ভক্তরা মাতৃরুপ দর্শন করতে পারবে বলে জানিয়েছেন বোল্লা রক্ষাকালী পূজা কমিটি।

আরও পড়ুন-কোথায় মুখ লুকোবেন বুলডোজার-বাবারা

জানা গেছে রুপোর মুখ তৈরীতে খরচ হবে প্রায় চার লক্ষ টাকা। রুপার মুখ ছাড়াও চলতি বছরে আসন্ন বোল্লা রক্ষাকালী মাতার প্রতিমায় নতুন অলংকার যুক্ত হতে চলেছে বলে বোল্লা রক্ষাকালী পূজো কমিটি সূত্রে খবর। নতুন যুক্ত হতে চলা অলংকারের মধ্যে থাকছে ১০০ গ্রাম ওজনের মায়ের সোনার জিহ্বা, ৮ ফুট উচ্চতার রুপোর নরমুন্ডমালা। বোল্লা রক্ষাকালী মাতা পূজো কমিটি সূত্রে জানা গিয়েছে সোনা ও রুপো মিলিয়ে মোট প্রায় ৩০ কেজি ওজনের গহণা চলতি বছরে বোল্লা রক্ষাকালী মাতার প্রতিমাকে পড়ানো হবে।

Latest article