সন্তোষে আজ অভিযান শুরু, অচেনা ঝাড়খণ্ডকে নিয়ে সতর্ক বাংলা

গত কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে সাফল্য নেই বাংলার। ব্যর্থতা কাটাতে এবার আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে দায়িত্ব দিয়েছে আইএফএ।

Must read

প্রতিবেদন : গত কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে সাফল্য নেই বাংলার। ব্যর্থতা কাটাতে এবার আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে দায়িত্ব দিয়েছে আইএফএ। সঞ্জয়ের বাংলা শনিবার সন্তোষে অভিযান শুরু করছে। প্রাথমিক পর্বে বাংলা গ্রুপের ম্যাচগুলো খেলবে কল্যাণী স্টেডিয়ামে। প্রথম প্রতিপক্ষ ঝাড়খণ্ড। বাংলার কোচ ও ফুটবলারদের কাছে ঝাড়খণ্ড অনেকটাই অচেনা। তাই প্রথম ম্যাচে সতর্ক থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে নামছে দল।

আরও পড়ুন-দীর্ঘ টালবাহানার অবসান, পাহাড়-সমতলে ফের চলবে টয়ট্রেন

কল্যাণীতে চেনা মাঠ, চেনা পরিবেশ। তবু নিজেদের এগিয়ে রাখতে রাজি নন বাংলার কোচ। সঞ্জয় সেন বলছেন, ‘‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রুপ থেকে যখন একটি দল পরের রাউন্ডে যাবে, তখন প্রতিটি ম্যাচেই জেতা ছাড়া কোনও বিকল্প রাস্তা নেই। তার উপর ঝাড়খণ্ড আমাদের কাছে একেবারে অচেনা প্রতিপক্ষ। তাই সতর্ক থাকছি আমরা। ম্যাচের প্রথম কয়েক মিনিট আমরা ওদের বুঝে নিতে চাই।’’
কলকাতা লিগে ভাল খেলা ফুটবলারদের ট্রায়ালে দেখেই দলে নিয়েছেন সঞ্জয়। নরহরি শ্রেষ্ঠা, অয়ন মণ্ডলের মতো ডায়মন্ড হারবারের হয়ে লিগে সফল পাঁচ ফুটবলারকে নিয়েছেন বাংলার কোচ। ভবানীপুরেরও পাঁচ ফুটবলারকে ২২ জনের স্কোয়াডে রেখেছেন সঞ্জয়। ইউনাইটেড স্পোর্টসের চার ফুটবলার রয়েছেন। অধিনায়ক ঠিক করবেন শনিবার ম্যাচের আগে। সঞ্জয় বলছিলেন, ‘‘আমার দলে সবাই সমান। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে সবাই মুখিয়ে রয়েছে।’’

Latest article