বাংলার মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে বাংলার মানুষ। তাই বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কোনও সাড়া নেই। মানুষ আসছে না বিজেপির সদস্য হতে।

Must read

প্রতিবেদন : বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে বাংলার মানুষ। তাই বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কোনও সাড়া নেই। মানুষ আসছে না বিজেপির সদস্য হতে। তার জেরে বঙ্গ বিজেপিকে ঘাড়ধাক্কা দেওয়ার বার্তা দিল কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি সাফ জানিয়ে দিল, টার্গেটের অর্ধেক সদস্য অর্থাৎ ৫০ লক্ষ সদস্য সংগ্রহ করতে না পারলে মেম্বারশিপ পর্যালোচনা বৈঠকে বাংলা বিজেপি নেতাদের নো-এন্ট্রি। ২০ নভেম্বর দিল্লিতে মেম্বারশিপ পর্যালোচনা বৈঠক বিজেপির। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য বঙ্গ বিজেপি নেতৃত্বকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কড়া বার্তা এসেছে বঙ্গ বিজেপি নেতাদের কাছে। ফলে মহাদুশ্চিন্তায় পড়েছেন বাংলার বিজেপি নেতারা।

আরও পড়ুন-নিখোঁজ উপপ্রধানের দেহ উদ্ধার

১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছনো তাঁদের পক্ষে সম্ভব নয়। বঙ্গ বিজেপির বড় অংশ মনে করছে, ৫০ লক্ষের নয়া টার্গেটও তাঁরা ছুঁতে পারবেন না। সূত্রের খবর, এখনও পর্যন্ত উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১৫ লক্ষের কাছাকাছি সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মাত্র চার দিনের মধ্যে এই বিপুল ঘাটতি মেটানো অসম্ভব। তাই দিল্লি থেকে তাদের মুখ ফিরিয়েই থাকতে হবে। এবার অ্যাপে ফর্মফিলাপ করলে তবেই সদস্য হিসেবে নথিভুক্ত হচ্ছে। কিন্তু এই হিসেবেও অনেক জল মেশানো রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকে ঘরে বসেই ভুয়ো নাম অ্যাপে আপলোড করছে। বিজেপি বাংলার মানুষের মন জয়ে ব্যর্থ। সোশাল মিডিয়ায় বিজেপি নেতৃত্ব সরব হলেও বাংলার মাঠে ময়দানে তারা নেই। দিল্লির নেতৃত্বও তা বুঝতে পেরে গিয়েছে। তাই সদস্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিংয়ের রিপোর্টের পরই বড়সড় সিদ্ধান্ত দিল্লি বিজেপি-র। বঙ্গ নেতৃত্বকে ‘নো এন্ট্রি’ কার্ড দেখিয়ে দিয়েছে দিল্লি।

Latest article