প্রতিবেদন: দেরাদুনে সোমবার গভীর রাতে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনার রহস্য এখনও অনাবৃত। ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৬ পড়ুয়া। দুর্ঘটনায় হতদের কয়েকজনের দেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল ধড় থেকে আলাদা হয়ে গিয়েছে মুণ্ড। সম্ভবত সন্তানহারা কোনও এক মা সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে এমন একটি কবিতা আবৃত্তি করেছেন। যা সত্যি ছুঁয়ে যায় মনকে। বলেছেন, ২৫ বছর লাগে একটি সন্তানকে বড় করে তুলতে, কিন্তু ২৫ সেকেন্ডের বেপরোয়া ড্রাইভিং তাকে নিথর দেহে পরিণত করে।
আরও পড়ুন-অপহৃত মহিলা-শিশুদের কি খুন করেছে জঙ্গিরা?
এর প্রেক্ষিতে জনৈক নেটিজেন মন্তব্য করেছেন, নিজের জন্য না হলেও অন্তত মায়ের কথা ভেবে গাড়ি চালানো উচিত। আর যদি মায়ের কথা ভাবতে না পারো তবে সেই বাবার কথাও ভেবে দেখো, যিনি ২৫ বছর ধরে সন্তানকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য সংগ্রাম করে চলেছেন। এদিকে এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কেউ বলছেন, ইনোভা গাড়িতে ছিলেন ৭ জন মত্ত পড়ুয়া। বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা। অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। তারই পরিণতিতে ৬ জনের মৃত্যু। পুলিশেরও প্রাথমিক ধারণা তাই। কিন্তু সিসিটিভি ফুটেজে বিষয়টি স্পষ্ট নয়। তাই গুরুতর জখম পড়ুয়ার কিছুটা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ।