প্রতিবেদন: ছত্তিশগড়ে ৫ মাওবাদীকে গুলি করে মারল যৌথবাহিনী। মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে শনিবার ভোররাতে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। সেখানেই দুইপক্ষের মধ্যে বেঁধে যায় গুলির লড়াই। ঘটনাস্থল মহারাষ্ট্র ও ছত্তিশগড় সীমান্তের কাছাকাছি বস্তারের কাঙ্কে। প্রথমে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গীরা গুলি চালালে পালটা জবাব দেন জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে অন্তত ৫ জন৷ জখম হন ২ জওয়ানও। ওই এলাকায় মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর এসেছিল নিরাপত্তা বাহিনীর কাছে। বিএসএফ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা অভিযান চালান। শুরু হয় গুলির লড়াই ৷ ৫ মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি বেশকিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে নিরাপত্তা বাহিনী৷
আরও পড়ুন-গাড়ি চালানোর সময় মনে রাখা উচিত মা-বাবার কথা, দেরাদুনে দুর্ঘটনায় ৬ পড়ুয়ার মৃত্যু
ওই অঞ্চলে আরও কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। সংঘর্ষে জখম দুই নিরাপত্তা কর্মীকে চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে এবং দু’জনেরই অবস্থা স্থিতিশীল৷