দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে বেলপাহাড়ির নতুন একটি পর্যটনস্থল হিসেবে নজর কেড়ে নিতে পারে সাদা পাহাড়। অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম আজও পর্যটকদের তীব্র হাতছানি দেয়। জেলার বিভিন্ন এলাকায় লুকিয়ে রয়েছে বহু অজানা দেখার মতো সুন্দর জায়গা। কাঁকড়াঝোর, লালজল, গাড়রাসিনি পাহাড়, ঘাঘরা জলপ্রপাত, হদহদি জলপ্রপাত-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখতে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।
আরও পড়ুন-সঞ্চয় তলানিতে ভাঁড়ারে টান খাব কী? বাঁচব কীভাবে?
কিন্তু বেলপাহাড়ির গদাডিহি এলাকার চাতন ডুঙরিতে রয়েছে সাদা পাহাড়। যার অন্যতম আকর্ষণ প্রাচীন গুহা। যেখানে এক সময় একজন সাধু বাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। বেলপাহাড়ি থেকে কাঁকরাঝোর যাওয়ার রাস্তার মাঝে পড়ে সিদাডিহি গ্রাম। সেখানেই গেলে দেখা যাবে সাদা পাহাড়। সবুজে ঘেরা সুন্দর পরিবেশে জঙ্গলের মাঝে এই সাদা পাহাড় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠতে পারে। অনেকেই বেলপাহাড়ি থানার সাদা পাহাড়ের নাম শোনেননি বা এখনও দেখেননি। শীতের মরশুমে বহু পর্যটক ঝাড়গ্রামে এসে বেলপাহাড়ি বেড়াতে যান। বেলপাহাড়ির সাদা পাহাড় তাঁদের প্রভূত আনন্দ দেবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন। সাদাপাহাড় দেখার জন্য পর্যটকদের আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা।