পার্ক সার্কাস বাজারের সংস্কার নিয়ে পদক্ষেপ! দ্রুত তৈরি হবে নতুন বহুতল মার্কেট

Must read

এবার শীঘ্রই পার্ক সার্কাস বাজারের (Park Circus Market) সংস্কার নিয়ে পদক্ষেপ কলকাতা পুরসভার। বাজারটির অবস্থা খুবই শোচনীয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাজার সংস্কার করতে হলে দোকানদারদের সরিয়ে দিতে হবে। জানা গিয়েছে, অস্থায়ী বাজার তৈরি হবে পার্ক সার্কাস ময়দানে। ময়দানে সেই কাজ কীভাবে, কোথায় হবে, তা দেখতে বৃহস্পতিবার পার্ক সার্কাস ময়দানে গিয়েছিলেন পুর প্রতিনিধি দল। ছিলেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন-সহ অন্যান্য পুরসভার কর্তারা।

ঠিক হয়েছে, পার্ক সার্কাস ময়দানের ভিতরে জিমখানা টেনিস ক্লাবের পূর্ব দিকে সেই অস্থায়ী বাজার তৈরি হবে। অন্যদিকে নিউ মার্কেটের পুরনো বাজার সংস্কারের ক্ষেত্রেও খানিকটা জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিতে হবে কলকাতা পুরসভাকে। কারণ সেখানে কাজ করতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ দোকান অন্য জায়গায় সরাতে হবে। না হলে মাটি খুঁড়ে টাইবিম বানানো সম্ভব নয়। এদিকে এত দোকান সরানোর অসম্ভব। তাই যাদবপুরের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। কীভাবে কাজ করা সম্ভব, তার পরামর্শ নেওয়া হবে। বৈঠক হবে ব্যবসায়ীদের সঙ্গেও।

আরও পড়ুন- ১৫ ডিসেম্বর থেকে ক্যাম্প ডায়মন্ড হারবারের ৭ কেন্দ্রে, অভিষেকের উদ্যোগে ‘হেলথ ফর অল’

৩৮৮টি দোকান রয়েছে পার্ক সার্কাস মার্কেটে (Park Circus Market)। এর মধ্যে আড়াইশোর অল্প বেশি দোকানের জন্য ময়দানে আলাদা স্টল হবে। মাছ, সব্জি, ফলের বাজারের জন্য আলাদা জায়গা হবে। দেবাশিস কুমার জানিয়েছেন, শীঘ্রই ময়দানে শুরু হবে অস্থায়ী বাজার তৈরির কাজ।

পুরসভা সূত্র জানা গিয়েছে, পুরনো বাজার ভেঙে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে আধুনিক মানের বাজার। আপাতত দোতলা বাজার নির্মাণ হবে। পরবর্তীতে ওই ভবনটি আটতলা করা হবে। দোতলা থেকে আটতলা পর্যন্ত নিলামে বিক্রি করবে পুরসভা। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বেসমেন্টে।

 

Latest article