শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে ছোটে, ভারতীয় সামরিক বাহিনীর হাতে নয়া অস্ত্র!

Must read

এবার আরও এক মাইলফলক ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায়। আরও শক্তিশালী ভারত। ভারতের মাটিতে নয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শনিবার ওড়িশার উপকূল থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেল এক বার্তায় জানিয়েছেন, ওড়িশা উপকুলে আবদুল কালাম দ্বীপ থেকে একটি দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের (hypersonic missile) সফল পরীক্ষা ভারতের। বিশ্বের গুটিকয়েক দেশের হাতে রয়েছে এই প্রযুক্তি। সেই এলিট ক্লাবে ঢুকে গেল ভারত।

আরও পড়ুন- অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা! কার্ফুর মধ্যেই দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা জনতার

হাইপারসনিক মিসাইল (hypersonic missile) দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। নামে হাইপারসনিক হলেও বিশ্লেষকরা জানিয়েছেন, হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হামলার অনন্য ক্ষমতা। ডিআরডিও জানিয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটি একাধিক ডোমেনে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতুন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে।

Latest article