আজ প্রস্তুতি শুরু দিমিত্রিদের, নন্দ-মহেশের বিকল্প নিয়ে চিন্তা অস্কারের

তাই নন্দ, মহেশের বিকল্প তৈরিতে শুধু নজর না দিয়ে অনুশীলনে বল নিয়ন্ত্রণে রাখার উপরও জোর দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।

Must read

প্রতিবেদন: মহামেডান ম্যাচে লাল কার্ড দেখায় ২৯ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল পাবে না টিমের দুই সেরা উইঙ্গার নন্দকুমার এবং নাওরেম মহেশকে। দু’জনের বিকল্প নিয়েই মাথাব্যথা কোচ অস্কার ব্রুজোর। নন্দ, মহেশের অনুপস্থিতিতে পিভি বিষ্ণু হয়তো শুরু করবেন। অন্যজন কে, তা স্পষ্ট নয়।
এখনও ম্যাচের বেশ কিছুদিন বাকি রয়েছে। তাই নন্দ, মহেশের বিকল্প তৈরিতে শুধু নজর না দিয়ে অনুশীলনে বল নিয়ন্ত্রণে রাখার উপরও জোর দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। হাতে-কলমে নিজেই বুঝিয়ে দিচ্ছেন অস্কার। পাশাপাশি চলছে টিমকে দু’ভাগে ভাগ করে ম্যাচ সিচুয়েশনে অনুশীলন। অস্কারের নির্দেশ দ্রুত গতিতে আক্রমণে ওঠার পাশাপাশি একই ছন্দে নেমে এসে রক্ষণ আগলানোর।

আরও পড়ুন-অর্থনীতিকে সচল করতে বড় পদক্ষেপ রাজ্যের, বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে এবার বন্ধ কলকারখানার জমি

ক্লেটন সিলভা ছাড়া বাকি ভারতীয় ফুটবলারদের নিয়ে আপাতত অনুশীলন চলছে ইস্টবেঙ্গলের। সোমবার শহরে চলে আসার কথা দিমি দিয়ামানতাকোস, মাধি তালাল ও সাউল ক্রেসপোর। হেক্টর ইউস্তে সম্ভবত আসছেন বৃহস্পতিবার। রেফারিং নিয়ে মঙ্গলবার ফেডারেশন সভাপতি এবং এফএসডিএল কর্তার সঙ্গে আলোচনা করতে হায়দরাবাদ যাচ্ছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। মোহনবাগানও সোমবার থেকে ক্লাব মাঠে জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিচ্ছে। জাতীয় দলে থাকা লিস্টন কোলাসো, বিশাল কাইথ, মনবীর সিংরা ছাড়া বাকি দেশি-বিদেশি ফুটবলাররা ছুটি কাটিয়ে শহরে ফিরছেন।

Latest article