চিনা মাঞ্জার দাপটে মা উড়ালপুলে আহত বাইক আরোহী

দক্ষিণ ২৪ পরগনার জিঞ্জিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত থাকা এই উড়ালপুলে দুর্ঘটনার রুখতে বিশেষ মহেশতলা পুরসভা কড়া ব্যবস্থা নেয়।

Must read

এসএসকেএমের (SSKM) দিক থেকে এক বাইক আরোহী মা উড়ালপুল ধরে নিউ টাউনের দিকে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সামনে বাধা হয়ে দাঁড়াল চিনা মাঞ্জা। তিনি বুঝতে না পারায় তাঁর নাকে আঘাত লেগে কেটে গিয়ে রক্তারক্তি কাণ্ড নিমেষের মধ্যেই। বেশ কিছুক্ষণ তিনি ওভাবেই দাঁড়িয়েছিলেন। এরপর ১০০ ডায়াল করে তিনি ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

আরও পড়ুন-গদ্দারের বুথে হারল বিজেপি, হামলা তৃণমূলের উপর

পুলিশের গাড়িতে এরপর তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। প্রশাসনের কড়া ব্যবস্থার পরে কিছুদিন এই সমস্যা কম ছিল। ফের এই চিনা মাঞ্জার দাপটের ফলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বাইক আরোহীদের কাছে এটা রীতিমত আতঙ্কের। চিনা মাঞ্জার সুতো আটকানোর জন্য বেড়ার ব্যবস্থা করা হয়েছিল। যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানেও বেড়া ছিল। প্রসঙ্গত, কিছুদিন আগে সম্প্রীতি উড়ালপুলে এই ধরণের দুর্ঘটনা ঘটেছিল। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের উড়ালপুলগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জিঞ্জিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত থাকা এই উড়ালপুলে দুর্ঘটনার রুখতে বিশেষ মহেশতলা পুরসভা কড়া ব্যবস্থা নেয়। উড়ালপুলের দুই পাশে লাগানো হয়েছে ৬ ফুট লোহার ব্যারিকেড।

আরও পড়ুন-অপদার্থ ডবল ইঞ্জিন সরকার, ফের মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, সমর্থন প্রত্যাহার করল এনপিপি

উল্লেখ্য, গোটা দেশ জুড়ে এই চিনা মাঞ্জার দৌরাত্বে অতিষ্ট জনজীবন। জানুয়ারি মাসে চিনা মাঞ্জায় গলা জড়িয়ে মৃত্যু হয়েছিল নায়েক কে কোটেশ্বরা রেড্ডি (২৯) নামের এক সেনা জওয়ানের। হায়দরাবাদের ল্যাঙ্গার হাউজ ফ্লাইওভারের উপর দিয়ে বাইকে করে যাওয়ার সময় চিনা মাঞ্জায় গলা জড়িয়ে যায় তাঁর। তিনি বাইক থেকে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Latest article