জঙ্গলমহলে পর্যটনের প্রসারে নয়া রূপরেখা তৈরিতে রাজ্য

আদিবাসী এলাকায় আরও বেশি হোম-স্টে তৈরিতে উৎসাহ, নবান্ন সভাঘরে মেগা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : এবার জঙ্গলমহল-সহ রাজ্যের আদিবাসী-অধ্যুষিত এলাকায় পর্যটনের প্রচার ও প্রসারে আরও বেশি করে ঝাঁপাতে চলেছে রাজ্য। সোমবার আদিবাসীর জনজাতিগোষ্ঠীর উন্নয়ন-সহ তাদের জন্য তৈরি-করা বিভিন্ন প্রকল্প ও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে এই মুহূর্তে আদিবাসীদের জন্য যে-সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি সম্পর্কে বিশদে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এবং আরও বেশ কিছু প্রকল্প তাদের জন্য আনা যায় কিনা সে-বিষয়েও বিশদে আলোচনা হয়েছে। আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফে বেশ কিছু নতুন প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের সহায়তায় আগামী দিনে জঙ্গলমহল-সহ আদিবাসী অঞ্চলগুলিতে পর্যটনকে আরও সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তার প্রাথমিক রূপরেখা ও খসড়া তৈরি করবে রাজ্য সরকার।

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় ৫ লক্ষর বেশি যাত্রী! নয়া রেকর্ড গড়ল ভারতের উড়ান পরিষেবা

রাজ্যের ৪ মন্ত্রী আদিবাসী নেতা ও মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুলুচিক বড়াইককে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন। এবং তাঁদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে যাতে তাঁরাই সেগুলি ঠিকঠাকভাবে পান তা নিশ্চিত করবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যেভাবে আদিবাসীদের জঙ্গলের অধিকার ফিরিয়ে দিয়েছেন সেই সংক্রান্ত কোনও সমস্যা বা জমির পাট্টা নিয়ে কোনও সমস্যা থাকলে তাও বিস্তারিত শুনবেন। প্রয়োজন তার সমাধান করবেন। এদিনের বৈঠকে আসা একাধিক প্রস্তাব নিয়ে বিস্তারিত ফিল্ড ওয়ার্ক হবে। সব মিলিয়ে ফের একবার রাজ্যের আদিবাসী অঞ্চলগুলিকে কেন্দ্র করে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। প্রয়োজনে ফের হবে বৈঠক।

Latest article