অভিষেক-কন্যাকে কু-মন্তব্যে সুপ্রিম স্থগিতাদেশ সিবিআই-এ, সিটের ৭ সদস্যের নাম দিল রাজ্য

Must read

প্রতিবেদন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাবালিকা কন্যাকে নিয়ে কু-মন্তব্যের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাবালিকার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে ধৃত দুই তরুণীকে পুলিশ হেফাজতে মারধরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ বহাল রাখা হচ্ছে। এদিন সিটের ৭ সদস্যের নাম জমা দেয় রাজ্য।
এই মামলার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে ফের এই মামলাটির শুনানি হয়। এদিনও বিচারপতিরা স্থগিতাদেশ বহাল রাখেন। রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানান, শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার ইতিমধ্যেই হলফনামা জমা দিয়েছে৷ এই হলফনামায় রাজ্য ক্যাডারের অন্তর্ভুক্ত নন এমন সাতজন আইপিএস আধিকারিকের নাম জানানো হয়েছে বিশেষ তদন্তকারী দলের সদস্য হিসেবে৷ এই সাতজন আইপিএস আধিকারিকের মধ্যে পাঁচজন মহিলা এবং দু’জন পুরুষ। এরপর বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানায় মামলার পরবর্তী শুনানি সোমবার।

আরও পড়ুন- জঙ্গলমহলে পর্যটনের প্রসারে নয়া রূপরেখা তৈরিতে রাজ্য

Latest article