প্রতিবেদন : মরশুমের সব থেকে খারাপ বায়ু-দূষণের কবলে (Delhi Air Pollution) রাজধানী দিল্লি৷ সোমবার সকালে সাম্প্রতিক কালের মধ্যে সব থেকে খারাপ ছিল দিল্লির দূষণ পরিস্থিতি— যেখানে রাজধানী দিল্লি-সহ আশপাশের সর্বত্র ঘন কালো ধোঁয়ার চাদরে সব কিছু ঢাকা পড়ে যায়৷ আজ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে দিল্লির বেশির ভাগ এলাকায় দূষণসূচক একিউআই পৌঁছে যায় ৮০০-র কাছাকাছি৷ এর মধ্যে সব থেকে খারাপ দশা হয় মুন্ডকা এলাকার, সেখানে একিউআই ছিল ৯১৯! জাহাঙ্গিরপুরীর একিউআই ছিল ৭৬২, আনন্দবিহার ৬২৪৷ সোমবার সকালে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা ১৫০ মিটারের তলায় চলে যায়৷ এর জেরে প্রবলভাবে ব্যাহত হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল৷ সূত্রের দাবি, দুপুর ১২টা পর্যন্ত এদিন ১৪০টি বিমানের ওঠা-নামা বিলম্বিত হয়েছে ঘন ধোঁয়াশার কারণে৷ এই পরিস্থিতিতে গোটা দিল্লি জুড়ে শুরু হয়েছে গ্র্যাপ-৪৷ কেন্দ্রীয় সরকার প্রণীত এই গ্র্যাপ বা ‘গ্রাউন্ড রেসপন্স অ্যাকশন প্ল্যান’-এর আওতায় দিল্লির সর্বত্র নির্মাণকাজের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ একইরকমভাবে বায়ুদূষণ সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা-যুক্ত পুরোনো গাড়ি, ট্রাক চলাচল ও আতশবাজি জ্বালানোর উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ এদিন দিল্লির দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত দিল্লিতে বহাল রাখতে হবে গ্র্যাপ-৪৷ এই প্রসঙ্গেই সুপ্রিম-তোপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার৷ শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আইনজীবীর কাছে জানতে চান দিল্লির দূষণচিত্র (Delhi Air Pollution) আরও খারাপ কবে হবে, তার জন্যই কি কেন্দ্রীয় সরকার অপেক্ষা করছিল? তা না হলে কেন আগেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না?
এদিনের শুনানি চলাকালীনই জনৈক আইনজীবী অভিযোগ করেন, দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশে শীর্ষ আদালত দিল্লির সর্বত্র নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, অথচ সুপ্রিম কোর্ট চত্বরেই চলছে নির্মাণকাজ! অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি অভয় এস ওকা সঙ্গে সঙ্গে তলব করেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে৷ সূত্রের খবর, আদালতের কড়া অবস্থানের জেরে সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয় সুপ্রিম কোর্ট চত্বরের নির্মাণকাজ৷
আরও পড়ুন- অভিষেক-কন্যাকে কু-মন্তব্যে সুপ্রিম স্থগিতাদেশ সিবিআই-এ, সিটের ৭ সদস্যের নাম দিল রাজ্য