রাজকোটে শনিবার পাঞ্জাব ম্যাচ, মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলে শামি

প্রত্যাশিতভাবেই মহম্মদ শামিকে রেখে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল গড়ল বাংলা। রাজকোটে শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলা।

Must read

প্রতিবেদন : প্রত্যাশিতভাবেই মহম্মদ শামিকে রেখে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল গড়ল বাংলা। রাজকোটে শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলা।
গোড়ালির চোট ও অস্ত্রোপচারের পর এক বছর মাঠের বাইরে ছিলেন শামি। ফিরেছেন ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে। প্রত্যাবর্তনের ম্যাচে সাত উইকেট নিয়ে শামি শুধু বাংলাকে জেতাননি, অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আশাও জাগিয়ে তুলেছেন। তবে নির্বাচকরা চান শামি আরও কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ খেলুন। এনসিএ-র ফিটনেস ট্রেনাররাও দেখে নিতে চান শামি এতদিন বাদে মাঠে ফিরে ম্যাচ খেলার ধকল নিতে পারছেন কি না।

আরও পড়ুন-চিন মাস্টার্স দিয়ে ফিরছেন সাত্ত্বিক-চিরাগ

ইন্দোরে বাংলাকে জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন শামি। ফিটনেসও কোনও সমস্যায় ফেলেনি। সোমবার সন্ধ্যায় সিএবিতে বাংলার নির্বাচকরা সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের দল বাছতে বসেছিলেন। সেখানে শামি ছিলেন অটোমেটিক চয়েস। দলের অধিনায়ক হয়েছেন সুদীপ কুমার ঘরামি। বাংলার দল এইরকম, সুদীপকুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোড়েল, সুদীপ চট্টোপাধায়, শাহবাজ আমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, শাকির হাবিব গান্ধী, রনজ্যোৎ সিং খারিয়া, প্রয়াসস রায় বর্মন, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরি, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কনিষ্ক শেঠ ও সৌম্যদীপ মণ্ডল।

Latest article