হোয়াটসঅ্যাপে তথ্যচুরির নয়া ফাঁদ

এরপরই নেটিজেনদের এবিষয়ে সতর্ক করার কাজ শুরু করেছে পুলিশ। সম্প্রতি বিভিন্ন ধরনের প্রতারণা চক্রের জেরে জেরবার একাধিক রাজ্য।

Must read

প্রতিবেদন: বেনজির প্রতারণার জাল বিছিয়েছে সাইবার অপরাধীরা। যে কোনও অনুষ্ঠানের আমন্ত্রণপত্রকে কৌশলে ব্যবহার করে গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ছক তৈরি হয়েছে। করোনাপর্বের পর থেকে ইদানীং ভার্চুয়াল নিমন্ত্রণেই অভ্যস্ত হয়ে পড়ছেন নেটিজেনরা। অন্নপ্রাশন থেকে অন্ত্যেষ্টি—সব নিমন্ত্রণ দূরদূরান্তের অতিথিদের এখন হোয়াটসঅ্যাপে দিয়েই আতিথেয়তার প্রথম ধাপ পূরণ করা হয়। তবে হোয়াটসঅ্যাপে আসা বিয়ের নিমন্ত্রণপত্র হতে পারে গ্রাহকের তথ্যচুরির হাতিয়ার।

আরও পড়ুন-পরিবর্তন না প্রত্যাবর্তন?, বিজ্ঞাপনী-যুদ্ধে শেষ মহারাষ্ট্রের মহাপ্রচার

হিমাচলপ্রদেশে এমনই অভিনব কায়দায় তথ্য চুরি করে বিপদে ফেলার খবর সামনে এসেছে। এরপরই নেটিজেনদের এবিষয়ে সতর্ক করার কাজ শুরু করেছে পুলিশ। সম্প্রতি বিভিন্ন ধরনের প্রতারণা চক্রের জেরে জেরবার একাধিক রাজ্য। এমনকী কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকাও চুরি করতে শুরু করেছে প্রতারকরা। সাইবার ক্রাইমের নতুন উপাদান এবার বিয়ে-অন্নপ্রাশন এবং শ্রাদ্ধের ভার্চুয়াল নিমন্ত্রণপত্র। বিয়ের মরশুম শুরু হতেই তাই নেটিজেনদের সতর্ক করছে পুলিশ। পুলিশের সাইবার বিশেষজ্ঞদের দাবি, বিয়ের নিমন্ত্রণপত্রটি ডাউনলোড করলে ফোনে নামবে কিছু ম্যালওয়ার। এই ম্যালওয়ার মারফত ফোনে যুক্ত হয়ে যাবে এপিকে সফটওয়্যার। আর তার মাধ্যমেই চুরি হয়ে যাবে ফোনের সব গুরুত্বপূর্ণ তথ্য। বাস্তবে এপিকে ফাইলই থাকছে বিয়ের নিমন্ত্রণপত্রের ছদ্মবেশে। ফোন থেকে নেটিজেনদের তথ্য চুরির উদ্দেশ্যে হুমকি দিয়ে তাঁদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, দাবি হিমাচল পুলিশের।

Latest article