সংবাদদাতা, নন্দীগ্রাম : সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম, রবিবার। বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের রোষের মুখে পড়েছিল নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ। হাতে লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধর করা হয় ওই তাঁকে। সেই ঘটনায় সোমবার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে ওই অভিযুক্তের নাম বাপ্পাদিত্য পন্ডা।
আরও পড়ুন-অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে সাজাতে একাধিক উদ্যোগ
এলাকার বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ওই যুবক। এই ঘটনায় রবিবারই আহত তৃণমূল নেতার বাবা সম্পদ গর্গ স্থানীয় নন্দীগ্রাম থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যারা প্রত্যেকেই স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিযুক্ত বিজেপি কর্মীরা হল বুদ্ধদেব সাহু, চন্দন হাজরা, মধুসূদন সাউ, শ্যামাপদ দাস, বিশ্বজিৎ তুঙ্গ, বুদ্ধদেব দাস ও বাপ্পাদিত্য পন্ডা। যাদের মধ্যে সোমবার বাপ্পাদিত্যকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল অসিত বন্দ্যোপাধ্যায় জানান, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বিজেপি চক্রান্ত করে আমাদের ব্লক সভাপতির ওপর হামলা করেছে।