এনবিএসটিসির আলিপুরদুয়ার থেকে কোচবিহার চালু লেডিস স্পেশাল বাস

মহিলা যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের। লেডিস স্পেশাল বাস চালু করে আলোড়ন ফেলে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার ও কোচবিহার : মহিলা যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের। লেডিস স্পেশাল বাস চালু করে আলোড়ন ফেলে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। পূর্ব ঘোষণা মতো উত্তরবঙ্গ পরিবহণ নিগম সোমবার চালু করল লেডিজ স্পেশাল বাস সার্ভিস। এই বাস সার্ভিস আলিপুরদুয়ার ও কোচবিহারের মধ্যে চলাচল করবে। আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই জেলা শহরে দুই শহরের বহু মহিলা চাকরিজীবী অফিস করতে বা অন্যান্য কাজে প্রতিদিন যাতায়াত করেন। এদের মধ্যে অধিকাংশ মহিলাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসেই যাতায়াত করেন। কারণ সময়নুবর্তিতা ও তুলনামূলক ভাড়া কমের কারণেই মানুষ পরিবহণ নিগমের বাসে যাতায়াত করেন।

আরও পড়ুন-নন্দীগ্রামে হামলার ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী, ফেরার আরও ছয়

নিগমের সাধারণ বাসে অফিসের সময়ে প্রচুর ভিড় হয়। সেইক্ষেত্রে মহিলা যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এই কথা মাথায় রেখেই কিছুদিন আগে নিগমের চেয়ারম্যান পার্থপ্রাতিম রায় লেডিজ স্পেশাল বাস চালানোর ঘোষণা করেছিলেন। সেই ঘোষণাই আজ বাস্তব রূপ পেল। এদিন প্রথম বাসটি কোচবিহার থেকে ছেড়ে আলিপুরদুয়ার যায় ১১টায়, আলিপুরদুয়ার থেকে ঠিক সাড়ে ১১টায় ছেড়ে ফের কোচবিহারে। এই বাসটি দিনে দুবার আলিপুরদুয়ার ও কোচবিহারের মধ্যে যাতায়াত করবে। আলিপুরদুয়ার থেকে সকালে সাড়ে ১১টা ও বিকেল ৪টায় এই বাসটি ছাড়বে। চালক পুরুষ হলেও বাসের কন্ডাক্টর কিন্তু মহিলাই থাকছেন। এই বাসে পুরুষ যাত্রীদের ভ্রমণ নিষেধ থাকলেও, মায়ের সঙ্গে ছোট ছেলে শিশুরা সহজেই ভ্রমণ করতে পারবে বলে জানা গেছে পরিবহণ নিগম সূত্রে। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তাঁর নির্দেশেই মহিলাদের জন্য এই পরিষেবা চালু করা হল। মহিলাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের কথা ভেবেই এই বাস পরিষেবা চালু করা। আপাতত আলিপুরদুয়ার কোচবিহার রুটে চালু হলেও, আগামীদিনে কোচবিহার-দিনহাটা, কোচবিহার-জলপাইগুড়ি-সহ অনেক রুটে এই পরিষেবা চালুর পরিকল্পনা নিগমের রয়েছে।

Latest article