ভাঙন-রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র, পরিদর্শনে গিয়ে তোপ মানসের

গঙ্গা ভাঙনের জন্য দায়ী কেন্দ্র। কারণ ভাঙন-রোধে একটিও টাকা দিচ্ছে না কেন্দ্র। ২০১৪ সাল থেকে অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।

Must read

সংবাদদাতা, মালদহ : গঙ্গা ভাঙনের জন্য দায়ী কেন্দ্র। কারণ ভাঙন-রোধে একটিও টাকা দিচ্ছে না কেন্দ্র। ২০১৪ সাল থেকে অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। সোমবার মানিকচকে ভাঙন পরিদর্শনে গিয়ে এভাবেই কেন্দ্রকে একহাত নিলেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা। এদিন তিনি কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভাঙন-প্রতিরোধে কেন্দ্রীয় সরকার একেবারে নিশ্চুপ। কিন্তু বসে নেই আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের ভূতনি ও রতুয়ার ভাঙন নিয়ে যথেষ্ট চিন্তিত।

আরও পড়ুন-নেতাজি অন্তর্ধান রহস্য তদন্তের আর্জি খারিজ করল শীর্ষ আদালত

রাজ্য সেচদফতর ইতিমধ্যেই ভাঙন প্রতিরোধে সাধ্যমত কাজ করে চলেছে। এদিন ভুতনীতে ভঙন পরদশর্নের পাশাপাশি রতুয়ার কাটা দিয়ারা ভাঙ্গনগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,তজমূল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি-সহ সেচ দফতরের আধিকারিকরা। তাদের নিয়েই এদিন সেচমন্ত্রী মানস ভুঁইঞা ভূতনীর বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদীবাঁধের কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন।

Latest article