জলপাইগুড়ি : একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের প্রতারণায় অনেক বাজারেই আলু-পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে অতিরিক্ত দামে সবজি কিনে বিপাকে খুচরো সবজি ব্যবসায়ীরাও। বাজার নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা যেমন জেলার এমাথা থেকে ওমাথা চষে বেড়াচ্ছে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে পেভার্স ব্লকের রাস্তা চা-বাগান এলাকায়
একইভাবে পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে। লক্ষ্য করা যায় যেখানেই এই সরকারি গাড়ি পৌঁছায় সেই এলাকাতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড় সবজি কিনতে। সোমবার জলপাইগুড়ি শহরের শিরিষতলা এলাকাতে সুফল বাংলার গাড়ি ঢুকতেই সরকারি সাহায্য পাওয়া এই সুবিধা লুফে নিতে ভিড় জমায় সাধারণ মানুষ। অন্যান্য বাজারে যেখানে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া সে-জায়গায় সুফল বাংলা মাত্র ৫৮ টাকায় পেঁয়াজ ও ২৫ টাকায় আলু বিক্রি করছে। স্বাভাবিকভাবেই এতটা কম দামে হেঁশেলের নিত্যপ্রয়োজনীয় আলু-পেঁয়াজ পাওয়ায় খুশি সাধারণ মানুষ।