সংবাদদাতা, রায়গঞ্জ : ফের প্রশ্নের মুখে রেল (Railway)। সপ্তাহের প্রথম দিনেই রেলের উদাসীনতার কারণে দুর্ভোগের মুখে পড়তে হল যাত্রীদের। বিকল ইঞ্জিন, হঠাৎ দীর্ঘক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল ট্রেন। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারলেন না যাত্রীরা। সোমবার কালিয়াগঞ্জের ঘটনা। আচমকা দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটি। ঘটনায় বিলম্বে প্রায় এক ঘণ্টারও বেশি সময় পরে রওনা দিল ট্রেন। এদিন বিকেলে ৭৫৭০৫ ডাউন রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি প্রতিদিনের মতো রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে। কালিয়াগঞ্জ স্টেশনে আচমকা ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটির। ঘটনায় প্রায় একঘণ্টা কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এতে হয়রানির মুখে পড়েন যাত্রীরা। রেল সূত্রে খবর, ট্রেনটি ব্রেকডাউন হয়ে যাওয়ায় বিপত্তি দেখা দেয়। ট্রেন মেরামতের পর শিলিগুড়ি উদ্দেশে রওনা দেয় ট্রেন। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছিল রাধিকাপুর এক্সপ্রেস। এরপর ফের রাধিকাপুর- শিলিগুড়ি ইন্টারসিটি ইঞ্জিন বিকল হওয়ার কারণে দাঁড়িয়ে পড়ল লাইনে। স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, দিন দিন ট্রেনে সফর দুর্বিষহ হয়ে উঠছে। কখনও দুর্ঘটনা, কখনও আবার জঘন্য পরিষেবা। ইঞ্জিন পরীক্ষা না করেই ট্রেনটি যাত্রা শুরু করেছিল বলে নাকাল হতে হল যাত্রীদের। এই অভিযোগে রেলের (Railway) বিরুদ্ধে একগুচ্ছ খুব উগরে দিয়েছেন বিক্ষুব্ধ যাত্রীরা।
রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটিতেও দুর্ভোগ
আবারও প্রশ্নের মুখে রেল বিকল ইঞ্জিন, যাত্রী ক্ষোভ