দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ, মানিকতলা বাজারে টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Must read

কলকাতার বাজারের হানা দিল টাস্ক ফোর্স। সবজি, আনাজপাতি, মাছ, মাংস – বাজারের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কোনওভাবেই এই দাম কমছিল না। বরং নিত্যদিন দাম বেড়ে চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দাম কমাতে কলকাতার বাজারে টাস্ক ফোর্স সদস্যরা৷ মঙ্গলবার সকালে মানিকতলা বাজার (Manicktala Bazar) ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।এদিন বাজারে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মনে করিয়ে দেওয়া হয় বিক্রেতাদের।

আরও পড়ুন- প্রয়াত মুনমুন সেনের স্বামী, খবর পাওয়া মাত্রই বাড়িতে মুখ্যমন্ত্রী, জনালেন বড় ক্ষতি হল

এটা প্রত্যেক বছরের চিত্র। উৎসবের মরসুম শেষ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই দাম বাড়া নিয়ে উদ্বিগ্ন। দাম নাগালে রাখতে সে কারণেই এদিন সকালে মানিকতলা বাজারে (Manicktala Bazar) হানা দেয় টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যে জিনিসের দাম বেশি, সে বিষয়ে রীতিমতো সতর্ক করা হয় বিক্রেতাদের। কেন দাম বেশি, লে কথাও জানার চেষ্টা করেন তারা। বিক্রেতারা জানান, জোগান কম থাকায় দাম একটু বেশি। কিন্তু তাদেরও যে বেশি দামে জিনিস কিনতে হচ্ছে সে কথাও জানান তারা। এক শ্রেণির ফোড়ে মাঝখান দিয়ে টাকা কামাচ্ছে বলে অভিযোগ করেন তারা।টাস্ক ফোর্সের সদস্যরা দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন।

Latest article