প্রতিবেদন : বিধিবদ্ধ আদেশ থাকা সত্ত্বেও নাগাল্যান্ড, অরুণাচল ও মণিপুরে ডিলিমিটেশনের কাজ শুরু করা হয়নি কেন? সুপ্রিম কোর্ট এই প্রশ্নের জবাব চেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পি ভি সঞ্জয় কুমারের একটি বেঞ্চ স্পষ্ট করেছে যে ডিলিমিটেশন সম্পূর্ণ করার জন্য একটি বিধিবদ্ধ আদেশ রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি (রামনাথ কোবিন্দ) নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং অসমে ডিলিমিটেশন পিছিয়ে দেওয়ার পূর্ববর্তী আদেশ প্রত্যাহার করেছিলেন।
আরও পড়ুন-অনুপ্রবেশ : নয়া ঘোষণা ট্রাম্পের
এই রাজ্যগুলির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে তা উল্লেখ করেই পূর্ববর্তী আদেশ প্রত্যাহার করা হয়েছিল। তবে, সীমানা নির্ধারণের পদক্ষেপ শুধুমাত্র অসমে নেওয়া হয়েছিল। বাকি তিন রাজ্যে কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে মঙ্গলবার শীর্ষ আদালত কেন্দ্রকে প্রশ্ন করেছে, কেন অন্য তিনটি রাজ্যের জন্য একইরকম ব্যবস্থা নেওয়া হয়নি ?
আরও পড়ুন-এবার বিমানেই মৃত্যু মহিলাযাত্রীর
বিচারপতি পি ভি সঞ্জয়কুমার প্রশ্ন করেন, ২০২০ সালে ডিলিমিটেশন স্থগিত করার পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছিল। তাহলে তারপরের চার বছর ধরে আপনারা কী করলেন? প্রধান বিচারপতি বলেন, একবার স্থগিতের আদেশ প্রত্যাহার করা হলে নির্বাচন কমিশন বলতে পারে না যে ডিলিমিটেশন করা হবে না। আমরা মণিপুরে অশান্ত পরিবেশ দেখছি, কিন্তু বাকি রাজ্যগুলি কী করছে? অরুণাচল ও নাগাল্যান্ড তো শান্ত। ওই দুই রাজ্যে কেন হয়নি? অতিরিক্ত সলিসিটর জেনারেলকে এই সম্পর্কে কেন্দ্রের বক্তব্য দাখিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।