প্রতিবেদন : ট্রেন আসছে জেনেও বন্ধ করা হল না লেভেল ক্রসিং গেট। সরাসরি ট্রেনে গিয়ে ধাক্কা মারল ট্রাক। মঙ্গলবার ঝাড়খণ্ডে লাইনচ্যুত হল যাত্রীবোঝাই ট্রেন। উপড়ে গেল খুঁটি। আবার প্রমাণিত হল রেলের গাফিলতি। আসলে একের পর দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি রেলের। শিক্ষা নেয়নি রেলমন্ত্রক। যদিও বরাতজোরে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা, কিন্তু আবার গুরুতর প্রশ্নের মুখে মোদি সরকারকে দাঁড় করিয়ে দিল এই ঘটনা। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের কুমারবাদ স্টেশন ছাড়ার পরই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুন-নাগাল্যান্ড, অরুণাচল ও মণিপুর নিয়ে কেন্দ্রকে প্রশ্ন ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের
রেলগেট খোলা থাকায় ঢুকে পড়ে ট্রাক। তখনই পাস করছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। একেবারে ট্রেনে গিয়ে ধাক্কা মারে ট্রাকটি। কেঁপে ওঠে ট্রেনের বগি। ছিটকে পড়ে ট্রাক। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে। ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে আসনসোল ডাউন লাইনের ট্রেন চলাচল। ফলে নাকাল হতে হয় যাত্রীদের। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও রেলের উদাসীনতা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ট্রেন আসছে জেনেও কেন বন্ধ হল না রেলগেট? আর কবে হুঁশ ফিরবে রেলের? এর উত্তর রেলের তরফে মেলেনি। যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা।