পুলিশের উদ্যোগে ইলেকট্রিক সাইকেলে টহল দেবে বিজয়ী বাহিনী

খুব সহজে যাতে নিরাপত্তা ও পরিষেবা দিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে পুলিশ সেই উদ্দেশ্যেই এই পরিকল্পনা।

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: দূষণমুক্ত পরিবেশের গড়ার বার্তা দিতে এবার পুলিশের নয়া উদ্যোগ। সাথী প্রকল্প থেকেই অনুপ্রাণিত হয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ উদ্যোগ গ্রহণ করে বিজয়ী বাহিনীদের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক সাইকেলের। সাধারণ জনগণ বিশেষ করে মহিলা ও শিশুদের সুরক্ষা আরও সুনিশ্চিত করতেই এই নতুন উদ্যোগ বলে জানা যায়।

আরও পড়ুন-সংসদের অধিবেশনে মণিপুরই কাঁটা বিজেপির

খুব সহজে যাতে নিরাপত্তা ও পরিষেবা দিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে পুলিশ সেই উদ্দেশ্যেই এই পরিকল্পনা। এদিন জলপাইগুড়িতে বিজয়ী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এই সবুজ বন্ধব ব্যাটারি চালিত সাইকেল। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে গনপত সহ আরও পুলিশ কর্তারা সবুজ রঙের পতাকা হাতে স্বাগত জানায় এই বাহিনীকে। পুলিশ সূত্রে জানানো হয়, বিজয়ীদের দলের লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের প্রচার করা। এখন থেকে জলপাইগুড়িতে বিজয়ীদের দল এই বৈদ্যুতিক সাইকেল ব্যবহার করে টহল দিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে।

Latest article