প্রতিবেদন : এ-ও এক ছদ্মবেশ। তবে রূপ আর রং দুটোই আলাদা। এর আগে অভয়ার নামকে সামনে রেখে এর আগে জুনিয়র ডক্টর ফ্রন্ট-সহ বেশ কিছু চিকিৎসকদের সংগঠনের বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ আরজি করের (R G Kar) প্রাক্তনীদের সংগঠনের বিরুদ্ধে। শুধু টাকা তোলাই নয়, আরজি করের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের বি টিম হিসেবে তারা কাজ করছে বলেও অভিযোগ তুলল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন।
ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের তরফে স্যোশাল মিডিয়ার পোস্টে জানানো হয়েছে, ইতিমধ্যেই আরজি করের (R G Kar) এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হাসপাতাল বিষয়ক একটি মামলায় কলকাতা হাইকোর্টে পার্টি হতে চেয়ে আবেদন করেছে। অ্যাসোসিয়েশনের অভিযোগ, আরডি-এর বি টিম হিসাবে মাঠে নেমে পড়ছে বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়ানো ইএসএ। জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের মতে, আরজি কর মামলায় পার্টি হতে চেয়ে হাইকোর্টে বারবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছে আরডিএ। এই পরিস্থিতিতে সরকারি রেজিস্টার্ড বডি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আদালতে মামলার অংশ হতে আবেদন করেছে। ইএসএ-র ভাইস প্রেসিডেন্ট ডাঃ নীলাঞ্জন ঘোষই এই আবেদন জানান হাইকোর্টে। তিনিই আরজি কর-কাণ্ডের পর গণ-ইস্তফার নেতৃত্ব দেন। আবার তিনিই কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটিতে রয়েছেন।
স্যোশাল মিডিয়ায় লেখা হয়েছে— ১) ডক্টরস ফ্রন্টের ডাকা অবৈধ গণইস্তফায় সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন নীলাঞ্জন ঘোষ।
২) অবৈধ রেকমেন্ডেশনের জন্য কলেজ কর্তৃপক্ষের তরফে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির সদস্যও ছিলেন উল্লিখিত ডাঃ নীলাঞ্জন ঘোষ। আবার এই ডাক্তার নীলাঞ্জন ঘোষ তথা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দরাই অপরপক্ষে ওই সংশ্লিষ্ট মামলায় পার্টি হতে নেমে পড়েছেন কারণ আরডিএ-সহ বাকিরা ক্রমাগত মহামান্য হাইকোর্টে ধাক্কা খেয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় পার্টি হতে পারেননি। ভেবে দেখুন, কলেজে কর্তৃপক্ষের তৈরি তদন্ত কমিটিতে বিচার করে ডাঃ ঘোষের সাধ মেটেনি তাই তিনি আবার সেই মামলায় পার্টি হতে মহামান্য হাইকোর্টে আবেদন করেছেন। এটা কি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রচেষ্টা নয়?
বিচারের দাবিকে সামনে রেখে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিপুল পরিমাণ টাকা তুলছে বলে অভিযোগ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের। এই অভিযোগের সপক্ষে একটি নথি প্রকাশ করে ডবলুবিজিডিএ। কী উদ্দেশ্য নিয়ে এই বিপুল অর্থ তোলা হচ্ছে? প্রশ্ন তোলে জুনিয়র ডাক্তারদের নবগঠিত সংগঠন। নীলাঞ্জন ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও দাবি জানায় তারা। তবে, এই অভিযোগের পাল্টা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কোনও জবাব এখনও মেলেনি।