তেলঙ্গানার জেলা পরিষদ হাইস্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ পড়ুয়া

তেলঙ্গানার (Telangana) নারায়ণপেট জেলায় মাগানুর মণ্ডল সেন্টারে জেলা পরিষদ স্কুলে মি ডে মিল খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ পড়ুয়া।

Must read

তেলঙ্গানার (Telangana) নারায়ণপেট জেলায় মাগানুর মণ্ডল সেন্টারে জেলা পরিষদ স্কুলে মি ডে মিল খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ পড়ুয়া। এর মধ্যে ৮ জন পড়ুয়ার অবস্থা রীতিমত সঙ্কটজনক। আপাতত তাদের সকলকেই মাকটাল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মিড ডে মিল খেয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। শুরু হয় বমি, পেট ব্যথা, মাথা ঘোরা। পরিস্থিতি হাতের বাইরে যেতেই দ্রুত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন-সৌরবিদ্যুত প্রকল্পের বরাত পেতে ২২০০ কোটি ঘুষ! আমেরিকার গ্রেফতারি পরোয়ানা জারি আদানির বিরুদ্ধে

সূত্রের খবর, এই দিন বিশেষ আয়োজন করা হয়েছিল তাই প্রথম থেকেই এদিনের খাবার নিয়ে আগ্রহী ছিল শিশুরা। অনেকদিন বাদে মিড ডে মিলে ভাল খাবার পাওয়ার আশায় উপস্থিত ছিল সকলেই। দুপুরে খাবার শুরুর কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেয়। দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হল কমপক্ষে ৫০ পড়ুয়াকে। এর মধ্যে ৮ পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক। মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পরই কয়েকজনের বমি শুরু হয়। একাধিক পড়ুয়া অজ্ঞান হয়ে যায়। মিড ডে মিলের ভাত কাঁচা ছিল বলে জানানো হচ্ছে। এই ঘটনার পরে ফের একবার খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি সকলের খোঁজ নেন। পড়ুয়াদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Latest article