প্রকাশিত সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি

বুধবার বোর্ডের তরফে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি।

Must read

বুধবার বোর্ডের তরফে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে। সিবিএসই-র অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

আরও পড়ুন-তেলঙ্গানার জেলা পরিষদ হাইস্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ পড়ুয়া

সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। যদিও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অন্থ্রোপ্রনওরশিপ প্রথম বিষয়। দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে হবে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হবে তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক আসবেন। যদিও দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে হবে।\

আরও পড়ুন-ঝাঁসির হাসপাতালে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগে দিনক্ষণ ঘোষণা করা হল। স্কুলগুলি সঠিক সময়ে নিয়ম মেনেই পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার ফলেই অনেকটা আগে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে পড়ুয়াদের প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হবে।

Latest article