হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে মোদীকে নিশানা কানাডা সরকারের

কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই অভিযোগ করল কানাডা সরকার।

Must read

ট্রুডোর (Justin Trudeau)  নজরে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাডার দুই সংবাদমাধ্যমে এক সরকারি সূত্রের কথা জানিয়ে দাবি করা হয় খালিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যার ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একা নন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে জানতেন বলেই অভিযোগ করা হয় কানাডা সরকারের তরফে। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই অভিযোগ করল কানাডা সরকার। যদিও ভারত সরকার এহেন অভিযোগ আগের মতোই সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।  যদিও ভারত সরকার এহেন অভিযোগ আগের মতোই সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। এই মর্মে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান কানাডা সরকারের তরফে সংবাদপত্রে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তার কোন গুরুত্ব নেই এবং এটি হাস্যকর। সম্পর্ককে আরও খারাপের দিকেই নিয়ে যাবে এই ধরনের মন্তব্য বলেই তিনি মনে করছেন।

আরও পড়ুন-প্রকাশিত সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি

প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি নিজ্জর গত বছর জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হয়। সেই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্সির যোগ আছে বলে জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন। নিজ্জর ভারতে একাধিক অপরাধ করে কানাডা পালিয়ে গিয়ে সে দেশের নাগরিকত্ব নিয়েছিল বলেই খবর। এরপরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাঁড়িয়ে সাফ জানান এই ঘটনার ভারতের সক্রিয় যোগ রয়েছে। এই ঘটনায় সেই সময় ভারতীয় হাই কমিশনার সহ একাধিক কূটনীতিকের নাম জড়িয়ে অভিযোগ তোলে কানাডা। গত মাসে কানাডার এক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই ঘটনায় সক্রিয়ভাবে জড়িত থাকা প্রকাশ্যে আনেন। তিনিই এই ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি করেন সেই মন্ত্রী। আপাতত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে। এমনকি ট্রুডো প্রশাসনের তরফে কানাডায় কর্মরত ভারতের হাই কমিশনারকে বরখাস্ত করা হয়।

Latest article