মুম্বই, ২১ নভেম্বর : তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়া থেকে পরপর দু’টি বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ইতিহাস গড়ে ফিরেছিল ভারত। অজিভূমে এবার হ্যাটট্রিকের সামনে বিরাট কোহলিরা। টিম ইন্ডিয়ার কোচের হটসিটে রবি শাস্ত্রীর (Ravi Shastri) জায়গায় এবার গৌতম গম্ভীর। পারথে নতুন লড়াই শুরুর আগে আগ্রাসী মেজাজের গম্ভীরকে শান্ত থেকে পরিস্থিতি সামলানোর পরামর্শ দিলেন শাস্ত্রী (Ravi Shastri)। তিনি মনে করেন, ঝুঁকি বা হঠকারী সিদ্ধান্ত নিলে পরিস্থিতি প্রতিকূল হতে পারে।
আরও পড়ুন- প্ররোচনায় পা দেবেন না, সংগঠন মজবুত করুন, ২৫০ সিট নিয়ে ২৬-এ আসছে তৃণমূলই
শাস্ত্রীর কথায় ‘‘প্রথম ব্যাপারটা খুব সহজ, মাথা ঠান্ডা রাখতে হবে। যাতে বাইরের বিষয় তোমার ভিতরে ঢুকে না পড়ে। এমন কিছু করা উচিত নয়, যেখান থেকে অপ্রত্যাশিত কোনও কিছুর জন্ম হয়। টিমের খেলোয়াড়দের বোঝার চেষ্টা করা উচিত। হয়তো খেলোয়াড়দের খারাপ পরিস্থিতিতে দেখছ, দেশে কিংবা বিদেশে দেখছ। শুধু এটা মাথায় রাখো, কী করলে একটা প্লেয়ার সাফল্য পাবে। টিমের পরিস্থিতি বোঝা দরকার। যেখানে মনে হচ্ছে, একজন প্লেয়ার অন্য জনের থেকে ভাল পারফর্ম করছে। টেম্পারামেন্টে কেউ একজন এগিয়ে।’’ জাতীয় দলকে কোচিং করানোর সময় মহাতারকাদের পাশাপাশি তরুণদের সঙ্গেও দারুণ বোঝাপড়া ছিল শাস্ত্রীর। সেই অভিজ্ঞতা থেকে নতুন কোচকে বিরাটদের প্রাক্তন হেডস্যারের পরামর্শ, ‘‘টিমের সবাইকে বুঝতে আমারও সময় লেগেছিল। গম্ভীর হয়তো আইপিএলের সময় প্রতিপক্ষ হিসেবে কাউকে দেখেছে। কিছু প্লেয়ারের সঙ্গে হয়তো ম্যাচের সময় ড্রেসিংরুমেও বসেছে। কিন্তু তার বাইরেও অনেক খেলোয়াড় রয়েছে যারা ভিন্ন মানসিকতা, সংস্কৃতি নিয়ে দেশের নানা প্রান্ত থেকে এসেছে। কোচ হিসেবে তোমাকে কিন্তু সবাইকে গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। কেউ চাপা স্বভাবের হয়। তাকেই যদি কোচ ভরসা এবং আত্মবিশ্বাস দেয়, সেই ম্যাচ উইনার হতে পারে।’’