বনগাঁ পুরসভার পুস্তিকা প্রকাশ

এদিন পুস্তিকাটি প্রকাশ করেন পুরপ্রধান গোপাল শেঠ। তিনি বলেন, এই প্রকল্পে মূলত রাস্তার কাজ হচ্ছে, এছাড়াও অন্যান্য কাজও হচ্ছে।

Must read

সংবাদদাতা, বনগাঁ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় ও রাজ্য সরকারের পুর বিষয়ক দফতরের সহায়তায় বনগাঁ পুরসভার বর্তমান বোর্ডের অম্রুত প্রকল্পে প্রায় ১২ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই কাজ শুরু হয়েছে আগেই। শুক্রবার একটি পুস্তিকা প্রকাশ করে বনগাঁ পুরসভার ২২টা ওয়ার্ডের কাজের খতিয়ান তুলে ধরা হয়।

আরও পড়ুন-দিনের কবিতা

এদিন পুস্তিকাটি প্রকাশ করেন পুরপ্রধান গোপাল শেঠ। তিনি বলেন, এই প্রকল্পে মূলত রাস্তার কাজ হচ্ছে, এছাড়াও অন্যান্য কাজও হচ্ছে। নির্দিষ্ট সময় অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। সব কাজ শেষ হলে বনগাঁ পুরসভা জুড়ে উন্নয়নের জোয়ার বইবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি পুরপ্রধান। তিনি বলেন, কাজে স্বচ্ছতা রাখতেই এই পুস্তিকা প্রকাশ করা হল পুরসভার পক্ষ থেকে। যাতে কাজ ও টাকাপয়সার হিসেব সবটাই জানতে পারবেন পুরসভার বাসিন্দারা।

Latest article