প্রতিবেদন: আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরেই রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের আবেদনে সাড়া দেননি পুতিন। যদিও পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালই। আর এবার ট্রাম্প আশঙ্কা প্রকাশ করলেন যে বিনা কারণে ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া। যদিও ট্রাম্পের এই আশঙ্কা প্রকাশিত হওয়ার পরেও রাশিয়ার দিক থেকে কোনও উচ্চবাচ্য নেই। ফলে চাপে পড়েছে ইউক্রেনও।
আরও পড়ুন-উদ্বোধনে মেয়র ও চেয়ারপার্সন, চ্যাপলিন ভবনের পথচলা শুরু
সম্প্রতি ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তাঁর আশঙ্কা, এই উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শন করতে পারে। যা গোটা পৃথিবীর কাছে বড় বিপদ বয়ে আনবে। সেইসঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধেরও ইঙ্গিত হতে পারে সেটা। কিন্তু ট্রাম্পের আশঙ্কার পরেও মুখে কুলুপ ক্রেমলিনের।