অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবৈষম্যের গুরুতর অভিযোগ

বিভিন্ন সময়েই তাদের বিরুদ্ধে বৈষম্যের মনোভাব ও হেনস্থার অভিযোগ তুলে সরব হয় স্থানীয় জনজাতি গোষ্ঠীর মানুষজন।

Must read

প্রতিবেদন: আদানি গোষ্ঠীর জন্য সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। মার্কিন আদালতে ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর এবার আদানি গোষ্ঠী অস্ট্রেলিয়ার কয়লা খনিতে বর্ণবৈষম্যের অভিযোগের সম্মুখীন হল। সেখানকার এক আদিবাসী গোষ্ঠী আদানিদের বিরুদ্ধে সেদেশের মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছে। কুইন্সল্যান্ড রাজ্যের নাগানা ইয়রবাইন ওয়াঙ্গান এবং জাগালিনগু সাংস্কৃতিক রক্ষীরা জানিয়েছে যে, তারা এই সপ্তাহের শুরুতে আদানি গোষ্ঠীর মালিকানাধীন ব্রাভাস মাইনিং অ্যান্ড রিসোর্সেসের বিরুদ্ধে গুরুতর বর্ণবৈষম্যের অভিযোগ নিয়ে একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন-জলাভূমি এলাকায় নির্মাণ নিয়ে নয়া নির্দেশিকা, চাই মৎস্য দফতরের আগাম অনুমতি

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কীভাবে আদানি গোষ্ঠীর কর্মীরা আদিবাসী গোষ্ঠীকে নিজেদের সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান সম্পাদন ও সাংস্কৃতিক মতামত প্রচার করার জন্য আদানিদের কারমাইকেল কয়লাখনির কাছে থাকা কূপে প্রবেশ করতে শারীরিকভাবে বাধা প্রদান, হেনস্থা ও প্রতিরোধ করেছে। নাগানা ইয়রবাইনের সিনিয়র সাংস্কৃতিক কর্মী অ্যাড্রিয়ান বুরাগুবা এক বিবৃতিতে এই অভিযোগের কথা জানিয়েছেন। নাগানা ইয়রবাইনের সিনিয়র সাংস্কৃতিক রক্ষী অ্যাড্রিয়ান বুরাগুবা তাঁর বিবৃতিতে বলেছেন, আমরা বছরের পর বছর আদানি গোষ্ঠীর থেকে বৈষম্য এবং চরিত্র হনন সহ্য করেছি, কিন্তু এখন আর তা মেনে নেব না। তাঁর কথায়, গত বছর থেকে আদানি গোষ্ঠীকে তাদের বর্ণবাদী আচরণ সম্পর্কে আইনজীবীদের মাধ্যমে অবহিত করা হয়েছে, তবে তারা কোনও পদক্ষেপ নিতে অস্বীকার করেছে। তিনি বলেন, এবার আইনগত পদক্ষেপই একমাত্র উত্তর। যদিও আদানিদের মালিকানাধীন ব্রাভাস মাইনিং অ্যান্ড রিসোর্সের এক মুখপাত্র আদিবাসী গোষ্ঠীর অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে ব্রাভাস দাবি করেছে যে তারা অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন থেকে কোনও অভিযোগের নোটিশ পায়নি। এই আদিবাসী গোষ্ঠীটি ক্ষতিপূরণ, ক্ষমা চাওয়া, অপমানজনক সামাজিক মিডিয়া পোস্টগুলি মুছে ফেলা, মিডিয়া বিবৃতি প্রত্যাহার এবং আদানি গোষ্ঠীর পরিচালক, ব্যবস্থাপক এবং কর্মচারীদের জন্য বর্ণবৈষম্য বিরোধী এবং সাংস্কৃতিক সচেতনতা প্রশিক্ষণ দাবি করেছে। প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগেও কারমাইকেল কয়লাখনি থেকে মালামাল পাঠানোর আগে ২০২১ সালের ডিসেম্বর থেকে একাধিকবার জলবায়ু কর্মী এবং আদিবাসী গোষ্ঠীগুলির কাছ থেকে সাত বছরের দীর্ঘ বিরোধিতার মুখোমুখি হয়েছিল আদানি গোষ্ঠী। বিভিন্ন সময়েই তাদের বিরুদ্ধে বৈষম্যের মনোভাব ও হেনস্থার অভিযোগ তুলে সরব হয় স্থানীয় জনজাতি গোষ্ঠীর মানুষজন।

Latest article