শেষ বেলায় আর্চার, কাল আইপিএল নিলাম, তিন বছরের সূচি প্রস্তুত

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তৈরি ২০২৭ পর্যন্ত আগামী তিন বছরের আইপিএল উইন্ডো। যা দশটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

Must read

মুম্বই, ২২ নভেম্বর : শনি ও রবিবার মেগা নিলাম সৌদি আরবের জেড্ডায়। নিলামের দু’দিন আগেই জানা গিয়েছে আইপিএল শুরুর দিনক্ষণ। প্রকাশ্যে এসেছে ফাইনালের দিনও। ১৪ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল ২৫ মে। শুধু আগামী বছরের নয়, বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তৈরি ২০২৭ পর্যন্ত আগামী তিন বছরের আইপিএল উইন্ডো। যা দশটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
আগামী তিন বছরের আইপিএল উইন্ডো সামনে আসায় বিদেশি ক্রিকেটারদের ধরে রাখা বা তাদের নিয়ে পরিকল্পনা করতেও সুবিধা হবে ফ্র্যাঞ্চাইজিদের। পাশাপাশি বিভিন্ন বোর্ডও তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলার দায়বদ্ধতার বিষয়টি নিয়েও নিশ্চিত হতে পারবে। সুবিধা হবে আন্তর্জাতিক সূচি তৈরিতেও। বোর্ড সূত্রের খবর, ২০২৬ আইপিএল চলবে ১৫ মার্চ থেকে ৩১ মে। ২০২৭ আইপিএলের মেয়াদ ১৪ মার্চ থেকে ৩০ মে।

আরও পড়ুন-আজ যুবভারতীতে সামনে জামশেদপুর, চোট নিয়ে ভাবছেন না মোলিনা

এদিকে জোফ্রা আর্চারের নাম বাদ পড়লেও শেষ বেলায় চূড়ান্ত নিলাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। টি-২০ বিশ্বকাপে নজরকাড়া ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রাভালকারের নামও যোগ হয়েছে তালিকায়।
প্রথমে জানানো হয়েছিল ৫৭৪ জন ক্রিকেটারকে নিয়ে হবে এবারের মেগা নিলাম। সেই তালিকায় যোগ হল আরও তিনজনের নাম। আর্চার, সৌরভের সঙ্গে নাম থাকছে ভারতীয় ক্রিকেটার হার্দিক তামোরের। ইতালির ড্রাকার সঙ্গে মার্কিন পেসার সৌরভের দিকেও নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। একসময় সৌরভ মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও সুযোগ না পেয়ে আমেরিকায় পাড়ি দেন। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌরভের।

Latest article