৫৫ বছর পর এল কাঙ্ক্ষিত পরিবর্তন মাদারিহাটে এবার ফুটল জোড়াফুল

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : উন্নয়নের সবুজ ঝড়ে (TMC) ধুলিসাৎ হয়ে গেল বিরোধী শিবির। এই প্রথম মাদারিহাটে ফুটল জোড়া ফুল। ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের এই কেন্দ্রটি ছিল বাম শরিক আরএসপির। ২০১১ সালে পরিবর্তনের সময় মাদারিহাট কেন্দ্রটি দখল করে বিজেপি। কিন্তু কোনও উন্নয়ন করেনি। বিজেপি ঠকিয়েছে নিরীহ চা-শ্রমিকদেরও। দলীয় কর্মীদের একতা এবং মানুষের ভরসায় মাদারিহাটে ফুটল জোড়া ফুল। মাদারিহাটের মানুষ এবার প্রতারণার জবাব দিলেন। ট্যুইট করে মাদারিহাটবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, উপনির্বাচনের শুরুতেই এবার পরিষ্কার বোঝা গিয়েছিল যে, বিধানসভার উপনির্বাচনে জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। এবং সেই অনুমান যে সঠিক তা শনিবার সকালের শুরুতেই পরিষ্কার হয়ে যায়। প্রথম রাউন্ড থেকেই বড় ব্যবধানে এগিয়ে যেতে থাকে তৃণমূল (TMC) প্রার্থী জয়প্রকাশ টপ্পো। আর এবারের জয়ের পেছনে কাজ করেছে তৃণমূলের টিম গেম। নবীন-প্রবীণ, আদি-নব্য সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনের ময়দানে কাজ করেছেন। প্রায় সকল স্তরের নেতা-কর্মীরা মাদারিহাটের মাটি কামড়ে পড়ে থেকে এই জয় ছিনিয়ে এনেছেন দলীয় প্রার্থীর পক্ষে। পাশাপাশি মাদারিহাট বিধানসভার মূল সমস্যাগুলি যে বিজেপির হাতে সমাধান হবে না তা সাধারণ মানুষ বুঝেছেন। তারই জবাব মিলল উপনির্বাচনের ফলে।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারকে টুকে মহারাষ্ট্রে বাঁচল বিজেপি

Latest article