প্রতিবেদন : বাংলায় ৬-এ ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাদারিহাট কেন্দ্রটি। ফের বাংলায় সবুজ ঝড়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। বিজেপিকে কটাক্ষ করে দলনেত্রী লিখলেন, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, তৃণমূলের ৬ জয়ী প্রার্থীকে অভিনন্দন। জমিদার, সংবাদমাধ্যম ও হাইকোর্টের একটি অংশের বাংলাকে বদনাম করার অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে উপনির্বাচনের ফলাফল (Election Results)।
এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলনেত্রী লেখেন, আমার অন্তরের অন্তঃস্তল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার জন্য উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা!
মাদারিহাটবাসীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, পশ্চিমবঙ্গের উপনির্বাচনে এই উল্লেখযোগ্য জয়ের জন্য তৃণমূলের ৬ জয়ী প্রার্থীকে অভিনন্দন। জমিদার, সংবাদমাধ্যম ও কলকাতা হাইকোর্টের একটি অংশ তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য বাংলাকে বদনাম করার ফল পেলেন। প্রথমবারের মতো আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটবাসীকে বিশেষ ধন্যবাদ। গণতান্ত্রিকভাবে বাংলা-বিরোধী এবং ভুয়ো অভিযোগ উড়িয়ে আমাদের প্রতি তাঁদের ফের আস্থা রাখার জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণের সামনে মাথা নত করছি। প্রতিটি তৃণমূল কর্মী, জেলা, ব্লক এবং অঞ্চল নেতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের কঠোর পরিশ্রম, আত্মনিবেদনেই আমাদের এই বিপুল জয় হয়েছে।
আরও পড়ুন- ৫৫ বছর পর এল কাঙ্ক্ষিত পরিবর্তন মাদারিহাটে এবার ফুটল জোড়াফুল
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আরজি কর নিয়ে অপপ্রচার, চক্রান্ত, কুৎসা ব্যর্থ করে উপনির্বাচনে তৃণমূল ৬-০ ফলে (Election Results) বিরোধীদের পরাস্ত করেছে। মানুষ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। এটা মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এবার তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ৩০২৬ সালেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না। কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছ করেনি।
এদিকে, মেঘালয়ের গামবেগ্রে কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করায় অভিনন্দন জানিয়েছেন অভিষেক। বলেন, গামবেগ্রে কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ, তাঁরা তৃণমূলকে সমর্থন দিয়েছেন। সমস্ত ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে মুকুল সাংমার অটল নেতৃত্ব ও চার্লস পাইনগ্রোপের অক্লান্ত পরিশ্রমে এক দুর্দান্ত লড়াই আমরা উপহার দিতে পেরেছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই সুন্দর রাজ্যের মানুষের পরিষেবায় কোনও পদক্ষেপ বাকি রাখবে না মেঘালয় তৃণমূল কংগ্রেস।