ঝাড়খণ্ডে মুখ থুবড়ে পড়ল বুথফেরত সমীক্ষা, হেমন্তের দলকে অভিনন্দন তৃণমূলের

ঝাড়খণ্ডে পরাজিত বিজেপির প্রতিহিংসার রাজনীতি। পরাজিত হল দল ভাঙানোর খেলাও। শেষ পর্যন্ত গেরুয়া শিবিরের কোনও চক্রান্তই কাজ করল না।

Must read

প্রতিবেদন: ঝাড়খণ্ডে (Jharkhand) পরাজিত বিজেপির প্রতিহিংসার রাজনীতি। পরাজিত হল দল ভাঙানোর খেলাও। শেষ পর্যন্ত গেরুয়া শিবিরের কোনও চক্রান্তই কাজ করল না। এমনকী বুথফেরত সমীক্ষাও ঝাড়খণ্ডের পূর্বাভাস দিতে গিয়ে ডাহা ফেল। ভোটে জিতে নিন্দুকদের একহাত নেওয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জেএমএম নেত্রী তথা হেমন্ত-পত্নী কল্পনা সোরেন। নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে ইডির মামলায় জামিন পেয়েছিলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়ে প্রচার করে জনসমর্থন বাড়িয়ে ফেলেছিল। জেলমুক্ত হেমন্ত সেই অস্ত্রেই ধারাবাহিক শান দিয়েছেন।

আরও পড়ুন-মহারাষ্ট্রে আসন চুরি করেছে বিজেপি, সরব বিরোধীরা

জেএমএম ও বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে পরাজিত করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে বিজেপিতে যোগদানও করায় বিজেপি। আদতে চম্পাইয়ের দলবদল যে ঝাড়খণ্ডের মানুষ ইতিবাচকভাবে নেননি তাও নির্বাচনের ফলাফলে প্রমাণিত।
লোকসভা নির্বাচন বা অন্যান্য বিরোধী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনীতিকে প্রভাবিত করে বিজেপি, সেই অঙ্ক ঝাড়খণ্ডের মানুষ প্রত্যাখ্যান করায় অভিনন্দন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, বিজেপির প্রতিহিংসার রাজনীতি বুমেরাং হয়েছে। যেটা পশ্চিমবঙ্গে করতে গিয়েছিল, হেমন্ত সোরেনের গ্রেফতার থেকে পরপর যা যা করেছে, সবই বুমেরাং হয়েছে। সেইসঙ্গে তৃণমূল যেভাবে হেমন্তের পাশে দাঁড়াতে অবেদন করেছিল, তাতেও মানুষ সাড়া দিয়েছেন।

Latest article