প্রতিবেদন: প্রত্যাশামতোই কেরালায় ওয়েনাড় কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হলেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ দাদা রাহুলের ছেড়ে দেওয়া আসনে প্রিয়াঙ্কার জয় এসেছে রেকর্ড মার্জিনে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সিপিআই-র প্রার্থী সাত্যন মোকেরিকে ৪ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা৷ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছেন ৬,২২, ৩৩৮টি ভোট, আর তাঁর বিরুদ্ধে দাঁড়ানো সিপিআই প্রার্থী পেয়েছেন ২,২২,৪০৭টি ভোট৷ এই জয়ের মাধ্যমেই প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটল৷ প্রায় দু-দশক ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও প্রিয়াঙ্কা এর আগে কোনওদিন ভোটে লড়েননি৷
আরও পড়ুন-ঝাড়খণ্ডে মুখ থুবড়ে পড়ল বুথফেরত সমীক্ষা, হেমন্তের দলকে অভিনন্দন তৃণমূলের
এই প্রথমবার দাদার ছেড়ে যাওয়া ওয়ানাড় আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রিয়াঙ্কা৷ আর সেখানেই এসেছে বিরাট মার্জিনে জয়৷ স্বভাবতই উত্ফুল্ল প্রিয়াঙ্কা এদিন যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ওয়েনাড়বাসীকেই৷ তাঁর কথায়, ওয়ানাড়বাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ৷ অদূর ভবিষ্যতে ওয়েনাড়ের ভোটাররা বুঝতে পারবেন, আমার এই জয় আসলে তাদেরই জয়৷ আমি ওয়েনাড়ের প্রত্যেক অধিবাসীর গলার স্বর হিসেবে সংসদে কাজ করব৷ দাদা রাহুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকদের প্রত্যেককে ধন্যবাদও দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ওয়েনাড় এবং গোটা দেশের স্বার্থে সংসদে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন নবনির্বাচিত সাংসদ।