ছুটি-বৈষম্য নিয়ে সিআইএসএফের জওয়ানরা কোর্টে

একটি সাধারণ নীতি হিসাবে, কর্মীদের ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়া হয় এবং এমনকী বছরে সর্বোচ্চ ৩০ দিনের ছুটি নগদকরণও দেওয়া হয়।

Must read

প্রতিবেদন : ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনে (ডিএমআরসি) নিযুক্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)- (CISF) এর জওয়ানরা তাঁদের সাপ্তাহিক ছুটি-বৈষম্য নিয়ে অভিযোগ করেছেন দিল্লি হাইকোর্টে। আবেদনে বলা হয়েছে, তাঁরা তাঁদের পুরো সাপ্তাহিক ছুটি পাচ্ছেন না বা এই দিনগুলিতে কাজ করার জন্য ক্ষতিপূরণও পাচ্ছেন না। আদালতে সিআইএসএফ বলেছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা দিল্লি মেট্রো রেল অথবা অন্য কোথাও নিযুক্ত করা কর্মীদের মধ্যে কোনও বৈষম্য নেই।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় হিরো, ভোটে জিরো

একটি সাধারণ নীতি হিসাবে, কর্মীদের ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়া হয় এবং এমনকী বছরে সর্বোচ্চ ৩০ দিনের ছুটি নগদকরণও দেওয়া হয়। সিআইএসএফ-এর জবাবি হলফনামায় বলা হয়েছে, আইজিআই বিমানবন্দর বা ডিএমআরসিতে নিযুক্ত করা কর্মীদের কোনও বিশেষ সুবিধা দেওয়া যাবে না। বিচারপতিরা জানান, সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে পর্যাপ্ত উপাদান নেই। অতএব সিআইএসএফকে অবশ্যই বর্তমান পিটিশনের বিষয়বস্তুগুলিকে পিটিশনকারীদের প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করতে হবে এবং সিআইএসএফ-কে দেওয়া সাপ্তাহিক ছুটির মধ্যে কোনও পার্থক্য আছে কি না তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Latest article