লিস্টনদের দাপটে শীর্ষে মোহনবাগান

গ্যালারিতে সবুজ-মেরুন সমর্থকরা খেলা শুরুর আগেই চমক দিয়েছিলেন দৈত্যাকার টিফো হাজির করে। ফুটবল মাঠে এশিয়ার বৃহত্তম টিফো এটাই।

Must read

চিত্তরঞ্জন খাঁড়া
জয়ের হ্যাটট্রিকের পর ওড়িশায় গিয়ে জয়রথ থেমেছিল ড্রয়ে। এরপর লম্বা বিরতি কাটিয়ে ফিরলেও মোহনবাগান ফুটবলারদের জয়ের খিদেতে ছেদ পড়েনি। শনিবারের যুবভারতী ফের মোহনভারতী। জামশেদপুর এফসি-কে হেলায় হারিয়ে আইএসএল টেবলে শীর্ষে উঠে এল জোসে মোলিনার দল। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। সমান পয়েন্টে থাকলেও গোলপার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি। গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাইকে ছাড়াই ৩-০ গোলে অনায়াস জয়। সঙ্গে কোনও গোল না খেয়ে ক্লিনশিট। দর্শনীয় দুটো গোল টম অলড্রেড ও লিস্টন কোলাসোর। আর এক গোলদাতা জেমি ম্যাকলারেন। মাঠে ফুল ফুটিয়ে ম্যাচের সেরা মনবীর সিং। নির্বাসনের কারণে জামশেদপুরের ডাগ আউটে ছিলেন
না কোচ খালিদ জামিল। গ্যালারিতে বসে দলের হার দেখলেন।

আরও পড়ুন-শীতে গড়চুমুক স্মল জু’র নতুন আকর্ষণ ৫টি ইগুয়ানা

গ্যালারিতে সবুজ-মেরুন সমর্থকরা খেলা শুরুর আগেই চমক দিয়েছিলেন দৈত্যাকার টিফো হাজির করে। ফুটবল মাঠে এশিয়ার বৃহত্তম টিফো এটাই। চিমা-ব্যারেটো-সোনি থেকে আজকের দিমিত্রি-কামিন্স-ম্যাকলারেনদের ছবিতে বার্তা ছিল, ‘কেউ বিদেশি নন, সবাই পরিবার। মোহনবাগান সবার ঘর’। যা দেখে বিদেশিদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হওয়াটা স্বাভাবিক। ম্যাচের ১৫ মিনিটেই টম অলড্রেডের অনবদ্য গোলে মোহনবাগানের এগিয়ে যাওয়া এবং গ্যালারির উৎসব টিফোর থিমের সার্থকতাই যেন প্রমাণ করল। জয়ের পর সেই টিফোর সামনে এগিয়ে গিয়ে সমর্থকদের প্রয়াসকে সাধুবাদ জানিয়ে ভাইকিং ক্ল্যাপ দিচ্ছিলেন মোহনবাগান ফুটবলাররা। ঐক্যের এই ছবিটাই টিম মোহনবাগানের সাফল্যের রসায়ন।
চোট থাকা আশিসের জায়গায় দীপেন্দু বিশ্বাসকে এনে চার ব্যাকেই দল নামিয়েছিলেন মোলিনা। অনেকদিন পর দীপক টাংরিকে মাঝমাঠে ব্লকারের দায়িত্বে রাখেন বাগান কোচ। গোলে অ্যাসিস্ট করলেন। ভরসা দিলেন দীপক। শুরু থেকে মোহনবাগানের আক্রমণের ঝড়। দুই উইংয়ে ধারালো মনবীর-লিস্টন। চুলের রং বদলে দিমিত্রিও পুরনো মেজাজে। গ্রেগের অভাব ঢাকলেন অস্ট্রেলীয় তারকা। দিমির সেই চেনা বিষাক্ত কর্নারেই গোলের মুখ খোলে ১৫ মিনিটে। ডান পায়ের সাইড ভলিতে গোলার মতো শটে বল জালে জড়ান অলড্রেড। মিনিট কয়েকের মধ্যেই গোলের সুযোগ এসেছিল জামশেদপুরের কাছে। কিন্তু জাভি হার্নান্দেজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফিরতি বলে দিমি-জেমি যুগলবন্দিতে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে মোহনবাগান। লিস্টনও সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ শেষের মুখে সেই লিস্টনেরই চোখ জুড়ানো গোলে ব্যবধান ২-০ করে সবুজ-মেরুন। ছন্দে ফিরে চলতি আইএসএলে প্রথম গোল লিস্টনের। বক্সের বাইরে তিন ডিফেন্ডারকে ড্রিবলে পিছনে ফেলে বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোল করেন লিস্টন।

আরও পড়ুন-দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক মেয়রের সমাধানে ব্যবস্থা, আজ থেকেই ন্যায্য মূল্যে মিলবে আলু

দ্বিতীয়ার্ধে গোল করার চেষ্টায় মরিয়া হয় জামশেদপুর। বিশাল কাইথ বারদুয়েক বাগান দুর্গ রক্ষা করেন। পাল্টা সুযোগ তৈরি করে মোহনবাগানও। তৃতীয় গোলের প্রতীক্ষা শেষ হল ৭৫ মিনিটে। গোলটি ম্যাকলারেন করলেও আসল কৃতিত্ব মনবীরের। টাংরির ভাসানো বল ধরে আগুয়ান বিপক্ষ গোলকিপারকে কাটিয়ে ডানদিক থেকে ম্যাকলারেনকে যে বল বাড়ালেন মনবীর, তা থেকে গোল করা ছাড়া কোনও রাস্তা ছিল না। ম্যাচের বাকি সময়ে কামিন্স, সাহালরা নামলেও বাগানের গোলের ব্যবধান বাড়েনি।

Latest article