জনশতাব্দী এক্সপ্রেসে লাগেজ রাখার জায়গায় বিষধর সাপ

ভারতীয় রেলের (Indian Railway) দুর্দশা এখন শিরোনামে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা প্রায় প্রতিমাসের। এবার নতুন উপদ্রব।

Must read

ভারতীয় রেলের (Indian Railway) দুর্দশা এখন শিরোনামে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা প্রায় প্রতিমাসের। এবার নতুন উপদ্রব। চলন্ত ট্রেনে সাপের উপদ্রবে ঘুম উড়ে গিয়েছে রেলের কর্মকর্তাদের। ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসে সাপের তাণ্ডবে অতিষ্ট যাত্রী  সহ রেল কর্তৃপক্ষ। এই বিষয়টি নিয়ে ফের একবার প্রশ্নের মুখে পড়েছে রেলে যাত্রী সুরক্ষা। বার বার এমন ঘটনার ফলে রেলের যাত্রীরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। কিছুদিন আগে ভোপাল জবলপুর জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের লাগেজ রাখার জায়গায় বিষধর একটি সাপ ঘোরাফেরা করছিল। বিষয়টি নজরে আসার পরেই কামরায় হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন-উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ আগুন

এবার প্রশ্ন উঠেছে ট্রেনের ভিতরে সাপ এল কীভাবে? রেল সূত্রে খবর, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা নতুন নয়। বিতর্কের মাঝেই গত দু’মাসে দু’বার ট্রেনের ভিতর সাপ পাওয়ার মতন ঘটনা প্রকাশ্যে এসেছে। ২১ অক্টোবর ঝাড়খণ্ড থেকে গোয়াগামী ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচেও একটি জ্যান্ত সাপ উদ্ধার হয়েছিল। যাত্রীরা একটি এসি টু-টায়ার কোচের নিচের বার্থের পর্দার কাছে সাপটি দেখতে পান। আইআরসিটিসি কর্মীদের সাহায্যে সেই বারের মত সাপটিকে ধরে ট্রেন থেকে সরিয়ে দেওয়া হয়। সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাইগামী গরীব রথ এক্সপ্রেসে আপার বার্থ থেকে একটি বিষধর সাপ উদ্ধার হয়। এপ্রিল মাসে, মাদুরাই-গুরুভায়ুয়ের প্যাসেঞ্জার এক্সপ্রেস একজন যাত্রীকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠে।

Latest article