আগামী ১৩ ডিসেম্বর জি ফাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে মনোজ বাজপেয়ী (Manoj Vajpayee) অভিনীত ক্রাইম ড্রামা ‘ডেস্প্যাচ’ (Despatch)। কানু বেহেল পরিচালিত এই সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে সিনেমাটির শুটিং চলাকালীন হাঁটুতে আঘাত পান মনোজ বাজপেয়ী। এই সিনেমাটি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। একজন সাংবাদিকের জীবনের নানান অজানা তথ্য তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। একজন সাংবাদিকের ব্যক্তিগত এবং পেশাগত ঠিক জীবনে কতটা আলাদা, সেটাই দেখানো হবে এখানে।
আরও পড়ুন-মেট্রোপলিটনে চওড়া হবে ইএম বাইপাস সড়ক
জানা গিয়েছে, শুটিং চলাকালীন অসাধারণতাবশত অভিনেতার পা একটি গর্তে ঢুকে যায় এবং হাঁটুতে চোট লাগে। যদিও এখন আগের তুলনায় অনেকটাই ভালো কাছে তিনি। এই সিনেমার স্ক্রিপ এমন যেখানে কোনও লোকেশানের পুনরাবৃত্তি করা হয়নি। এটি প্রোডাকশনের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। কোভিডের ডেল্টা ওয়েভের সময় থেকেই প্ল্যান হলেও শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। শুটিং শুরু হতে অনেকটা সময় লেগে যায়। অবশেষে সবকিছু সুন্দরভাবে শেষ হয় এবং আগামী ১৩ ডিসেম্বর থেকে এই সিনেমাটি জি ফাইভ -এ দেখানো হবে।
আরও পড়ুন-অসাধ্য সাধন বাংলার, প্রৌঢ়র ফুসফুস থেকে উদ্ধার ভাঙা দাঁত
‘ডেস্প্যাচ’ সিনেমায় মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেন, শাহানা গোস্বামী, প্রভাতী সেহগাল, অজয় পুরকার সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন কানু বেহেল এবং ঈশানী ব্যানার্জি।