এবার সংসদ উত্তাল হবে আদানি-কাণ্ডে, আজ অধিবেশন শুরু

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের অধিবেশনে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে সোচ্চার হবে বিরোধীরা।

Must read

প্রতিবেদন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের অধিবেশনে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে সোচ্চার হবে বিরোধীরা। সেইসঙ্গে মণিপুর ইস্যুও এবার অধিবেশনে বিজেপির গলার কাঁটা হয়ে উঠতে চলেছে। রবিবার, সরকারের ডাকা সর্বদল বৈঠকে তার সুস্পষ্ট আভাস মিলেছে। এই বৈঠকেই বিরোধী শিবির আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির অধীনে তদন্তের দাবিতে সরব হয়েছেন। তাঁদের দাবি, মণিপুর এবং আদানি ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে সরকারকে এবং অবিলম্বে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ২০ ডিসেম্বর।

আরও পড়ুন-দিনের কবিতা

ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর শিল্পগোষ্ঠীর আরও কয়েকজন কর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত এবং আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি একাধিক অভিযোগ এনেছে। আদানি গোষ্ঠীর সংস্থার তরফে সৌরবিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিদ্যুতের চড়া দাম-সহ বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রের উচ্চপদস্থ আমলাদের ২২০০ কোটি টাকা ঘুষ দেওয়ার পরিকল্পনা করা হয়। এই অভিযোগ সামনে আসার পরেই উত্তাল হয় দেশের রাজনৈতিক মহল। এর পরিপ্রেক্ষিতে সোচ্চার হয়েছে বিরোধী শিবির। এই বিষয় নিয়ে সংসদে সবিস্তারে আলোচনা করা হোক বলে রবিবার সর্বদল বৈঠকে দাবি তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।
একইভাবে বিরোধীরা সোচ্চার হয়েছে মণিপুর ইস্যুতেও। গত দেড় বছর ধরে অগ্নিগর্ভ মণিপুরকে কেন শান্ত করতে পারছে না মোদি সরকার, প্রশ্ন তোলা হয়েছে এদিনের বৈঠকে। এ প্রসঙ্গেও সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বিরোধী দলের সাংসদরা। কেন গত দেড় বছরে একবারও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী মোদি, সেই প্রশ্নও তোলা হয়েছে বৈঠকে।
এদিকে, সরকারের তরফে এই অধিবেশনে মোট ১৬টি বিল পেশ করার কথা। যার মধ্যে আছে ওয়াকফ সংশোধনী বিল এবং উপকূলীয় শিপিং বিল। বৈঠকে উপস্থিত ছিলেন ৩০টি দলের ৪২ জন প্রতিনিধি।

Latest article