রহস্য! ১৯ দিন পরেও গণনা শেষ হয়নি ক্যালিফোর্নিয়ায়

ভোট হয়ে গিয়েছে ৫ নভেম্বর। জনাদেশের দৌলতে হোয়াইট হাউসে ফিরতে চলেছেন ট্রাম্প। কিন্তু ক্যালিফোর্নিয়ায় গণনা তবুও অসম্পূর্ণ।

Must read

প্রতিবেদন: নেপথ্যে কি কোনও গাঢ় রহস্য? ১৯ দিন আগে ভোটপর্ব চুকে গেলেও এখনও ফলপ্রকাশ হয়নি মার্কিন মুলুকের সবচেয়ে জনবহুল প্রদেশ ক্যালিফোর্নিয়ার। কিন্তু কেন এখনও গণনা শেষ হল না এখানে তার সদুত্তর দিতে পারছে না কেউই। ধনকুবের ইলন মাস্কের কথায়, গণনা সংক্রান্ত বিষয়ে ভারতের থেকে অনেক পিছিয়ে পড়েছে আমেরিকা। ভারত যেখানে একদিনে গুনে ফেলেছে ৬ কোটি ৪০ লক্ষ ভোট, সেখানে এখনও গণনা চলছে ক্যালিফোর্নিয়ায়। তাই রীতিমতো হতাশ এক্সের মালিক।

আরও পড়ুন-মৌলবাদীদের হুমকিতে বন্ধ লালনমেলা

ভোট হয়ে গিয়েছে ৫ নভেম্বর। জনাদেশের দৌলতে হোয়াইট হাউসে ফিরতে চলেছেন ট্রাম্প। কিন্তু ক্যালিফোর্নিয়ায় গণনা তবুও অসম্পূর্ণ। লক্ষণীয়, ক্যালিফোর্নিয়ায় ভোটগ্রহণ হয় একটু অন্য পদ্ধতিতে। অন্য প্রদেশের থেকে যা কিছুটা স্বতন্ত্র। কীরকম সেই পদ্ধতি? ইমেলের মাধ্যমে ভোট, সময়ের আগে দফতরে গিয়ে ভোট এবং নির্বাচনের দিন যথারীতি বুথে গিয়ে ভোট। কিন্তু ক্যালিফোর্নিয়ার মানুষের বেশি পছন্দ ইমেলের মাধ্যমে ভোটই। প্রত্যেক ভোটারকে নির্বাচনী কর্তৃপক্ষ ব্যালট পাঠিয়ে দেয় ইমেলে। ভোট দিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে তা পাঠিয়ে দিতে হয় ইমেলের মাধ্যমে। নির্বাচনী দফতরে গিয়েও জমা দেওয়া যায় ব্যালট। কিন্তু ইমেলের ভোট যাচাই করতে বেশ সময় লেগে যায়। সম্ভবত সেই কারণেই এবারে গণনায় অস্বাভাবিক বিলম্ব। কিন্তু কারণ যাই হোক না কেন, বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে মার্কিন মুলুকে। অনেকেই আবার রহস্যের গন্ধ পাচ্ছেন এর নেপথ্যে।

Latest article