জেড্ডা, ২৪ নভেম্বর : ২০১৪ সালের পর, গত বছর তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার মেগা নিলামের পর হতাশ কেকেআর সমর্থকরা। ফের আইপিএল চ্যাম্পিয়ন হতে আরও ১০ বছর লেগে যাবে না তো!
এদিনের নিলাম থেকে কেকেআরের প্রাপ্তি ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি’কক, রহমানুল্লা গুরবাজ ও আনরিখ নরখিয়া। প্রথমজনকে কিনতে ২৩.৭৫ কোটি খরচ করতে হয়েছে। তবে ডি’কক (৩.৬০ কোটি) এবং গুরবাজকে (২ কোটি) পেতে খুব বেশি অর্থ খরচ হয়নি। তবে নোখিয়ার জন্য খরচ হয়েছে ৬.৫০ কোটি। নিলাম থেকে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মূল টার্গেট ছিল একজন অধিনায়ক, একজন পেসার এবং একজন ওপেনারের। ওপেনার হিসাবে গুরবাজ পরীক্ষিত। নরখিয়াও পেসারের অভাব পূরণ করবেন। কিন্তু অধিনায়ক নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। এদিন অর্শদীপ সিং ও মহম্মদ শামির জন্য কিছুটা এগিয়েও রণে ভঙ্গ দেন কেকেআর কর্তারা।
আরও পড়ুন-অবৈধভাবে কয়লাচুরি রুখতে খনিমুখ ভরাট করছে প্রশাসন
গত বছরের দল থেকে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছিল কেকেআর। হাতে ৫১ কোটি টাকা নিয়ে এদিন নিলামের টেবিলে বসেছিলেন কেকেআর কর্তারা। রবিবাসরীয় নিলামের শুরু থেকেই একের পর এক ক্রিকেটার হাতছাড়া হয়েছে নাইটদের। শ্রেয়স আইয়ার দিয়ে শুরু। বড় ধাক্কা ফিল সল্টের হাতছাড়া হওয়াটাও। সমস্যা হল, আগেই ছ’জন ক্রিকেটারকে রিটেন করে ফেলার জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা সম্ভব হয়নি। ভেঙ্কটেশকে দিয়ে খাতা খুললেও, তাঁকে নিতে গিয়ে প্রায় অর্ধেক অর্থই খরচ হয়ে গিয়েছিল। ভেঙ্কটেশ অবশ্য বললেন, তিনি বারবার কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে বলেছেন, স্যার, আমাকে নিয়ে নিন। তিনি খুশি যে, দলে থাকলেন। শোনা যাচ্ছে তাঁকে নেতৃত্বও দিতে পারে দল।