সোমবার থেকে শুরু হল বিধানসভার (WB Assembly) শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই আসতে চলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। তার মধ্যে অন্যতম কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউরোপ ও আমেরিকার গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সরাসরি উড়ানের প্রস্তাব। দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকারের অবহেলায় যে যোগাযোগ স্তব্ধ হয়ে রয়েছে, তা নিয়ে এই অধিবেশনে প্রস্তাব আনবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন: ওয়াকফ বিলের বিরোধিতায় দলনেত্রীর নির্দেশে শনিতে সমাবেশ
পূর্ব ভারতের সবথেকে বড় বাণিজ্য শহর কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর হলেও বিশ্বের বড় বড় শহরে সরাসরি উড়ান পরিষেবা থেকে বঞ্চিত গোটা উত্তর-পূর্বের মানুষ। ১৫ বছর আগে শেষবার কলকাতা থেকে লন্ডনে গিয়েছিল সরাসরি উড়ান। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে সরাসরি উড়ান-যোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন তিনি। কিন্তু তা বাস্তবায়িত হয়নি কেন্দ্রের অসহযোগিতায়।
এবার কেন্দ্রের অসামরিক বিমান পরিষেবা দফতরকে চাপে রাখতেই বিল আনতে চলেছে রাজ্য সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে বন্ধ। সরাসরি কলকাতা থেকে হিথরো(লন্ডন) যাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিধানসভায় আলোচনা হবে। কেন্দ্র দেখুক। আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। তা কেন্দ্র দেখুক। কলকাতা থেকে শিকাগো, নিউইয়র্ক সেখানেও সরাসরি ফ্লাইট নেই। ২৭ নভেম্বর বিধানসভায় (WB Assembly) এই প্রস্তাব পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।