হেমন্তের শপথে ঝাড়খণ্ড যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন: ঝাড়খণ্ডে নজির গড়ে টানা দ্বিতীয়বার মুখ‍্যমন্ত্রীর করছিতে বসতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) যাচ্ছেন রাঁচি সফরে। বৃহস্পতিবারই তিনি রওনা দেবেন রাঁচির উদ্দেশে। শপথ গ্রহণ অনুষ্ঠানের সেরে আবার তিনি কলকাতায় ফিরবেন ওইদিনই।

আরও পড়ুন: শীতকালীন অধিবেশন শুরু বিধানসভায়, ইউরোপ-আমেরিকায় সরাসরি উড়ানের প্রস্তাব

হেমন্ত সোরেনের আগে ঝাড়খণ্ডের কোনও মুখ্যমন্ত্রীই ভোটে জিতে পরপর দু’বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেননি। হেমন্ত সেই নজির গড়েছেন। বিজেপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ঝাড়খণ্ডের মসনদে বসতে চলেছেন তিনি। এমন আনন্দের দিনে হেমন্ত সবার আগে যাকে স্মরণ করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হেমন্ত। ভাইয়ের আবেদনের সাড়া দিয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাঁচি যাচ্ছেন জেএমএম নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে। বাংলার মুখ‍্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেন স্বয়ং হেমন্ত। সেইমতো বৃহস্পতিবারই রাঁচি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠান দুপুর সাড়ে তিনটেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই সময় নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের কলকাতায় ফিরে আসবেন বৃহস্পতিবারই।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৫১টিতেই জিটি এবার সরকার গড়ছেন হেমন্ত সোরেন।

Latest article