মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি আড়াইটে থেকে তিনটের মধ্যে মন্দিরে যাবেন। মন্দিরের নিয়ম অনুয়ায়ী ২ টো থেকে ৪টে পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকে। দর্শনার্থীদের যাতে কোন সমস্যা না হয় সেইজন্যই মন্দির কতৃপক্ষ ওই সময়টিকে বেছে নিয়েছেন।
নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামিকাল মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) এই সফর ঘিরে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা এদিন নিজেদের মধ্যে বৈঠক করেন। নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাস্টের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্তারা, বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক অন্যান্য পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন: হেমন্তের শপথে ঝাড়খণ্ড যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী
বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, এই সফর কোন রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছাকে মান্যতা। আগামিকাল তিনি বড়মার দর্শন করতে আসছেন। তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হল। নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্ত্বর।