দুবাই, ২৫ নভেম্বর : পারথে দুর্দান্ত জয়ের পুরস্কার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ফের এক নম্বরে উঠে এল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে সিরিজ হারের পর দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। শীর্ষে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলীয়দের টপকে ফের একে ভারত। ১৫টি টেস্ট খেলে ৯টিতে জিতেছেন জসপ্রীত বুমরারা। একটি ড্র ও পাঁচটিতে হার। ভারতের পয়েন্ট আপাতত ১১০। পয়েন্টের শতাংশ ৬১.১১।
আরও পড়ুন-সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট
এই পয়েন্টের শতাংশের হিসেবে এগিয়ে থাকা দু’টি দলই ফাইনাল খেলবে। শেষ দু’বার ফাইনাল খেলা ভারত এবার প্রবলভাবে দৌড়ে রয়েছে। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ আপাতত ৫৭.৬৯। তারা ১৩টি টেস্ট খেলে ৮টিতে জিতেছে। একটি ড্র এবং হার চারটিতে। প্যাট কামিন্সদের পয়েন্ট ৯০। অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তিনে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। চার ও পাঁচে থাকা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ যথাক্রমে ৫৪.৫৫ এবং ৫৪.১৭। শেষ পর্যন্ত কোন দু’টি দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে, সেটাই এখন দেখার।